West Bengal Local News মাঠে চাষ করার সময় ট্রাক্টরের (Tractor) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক চাষির। রোটারে ফালাফালা হয়ে যায় দেহ। মর্মান্তিক ঘটনা হুগলি জেলায় গোঘাটে (Goghat)। মৃত চাষির নাম রাখাল হাঁসদা (২৭)। ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার (Goghat Police Station) পুলিশ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Nadia Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে, শান্তিপুরে মৃত্যু তরতাজা যুবকের
স্থানীয় সূত্রে খবর, মাঠে জমি চষার কাজ করতে গিয়ে ট্রাক্টরের চাকার তলায় পড়ে গিয়ে মৃত্যু হল এক চাষির। ঘটনাটি ঘটেছে গোঘাটের (Goghat) কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের বাদলা গ্রামের মাঠে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে উদ্ধার করেছে। মৃত ওই ভাগচাষী রাখাল হাঁসদা বাড়ি গোঘাটের কুমুড়শা পঞ্চায়েতের বাদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাখাল হাঁসদা একজন ভাগ চাষি। অন্যের কাছ থেকে ট্রাক্টর এনে জমিতে আলু চাষের জন্য ট্রাক্টর ব্যবহার করছিলেন। উঁচুনিচু জমিতে ট্রাক্টর চালাবার সময় হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান রাখাল। মাটিতে পড়ে ট্রাক্টরের পিছনে চাকায় পৃষ্ট হন ও রোটারের ফালায় কুচি কুচি হয়ে আটকে যান। ঘটনাটি লক্ষ্য করে ছুটে আসেন অন্যান্য চাষি ও স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গোঘাট থানায় (Goghat Police Station)।

Howrah Road Accident : হাওড়ায় মর্মান্তিক ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর
স্থানীয় মানুষজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে (Arambagh Sub-Divisional Hospital) পাঠানো হয়। মৃতের আত্মীয় সুকুমার হাঁসদা বলেন, “কী করে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। চাষ করার জন্য ও ট্রাক্টরটি এনে জমিতে কাজ করছিল। খবর পেয়ে আমরা এসে দেখি রোলারের তলায় ওঁর দেহ পড়ে রয়েছে।।এরপর আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।”

Road Accident : পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট চালক, মর্মান্তিক ঘটনা কালনায়
স্থানীয়রা জানান, বছর খানেক আগে নিয়মিত ট্রাক্টর চালাত রাখাল। মাঝে কিছুদিন বন্ধ ছিল। এবার আলু চাষ করার জন্য অন্য একজনের জমিতে আলু চাষ করার জন্য ট্রাক্টরটি নিয়ে আসে। স্থানীয় কোলেপুকুর মাঠে চাষের কাজ করছিল রাখাল। এরপর কোনওভাবে ট্রাক্টরটি থেকে পড়ে যায় রাখাল। এরপর চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলেই স্থানীয়দের অনুমান। সন্ধার পর মাঠে কাজ করছিল বলে কোনওভাবে দুর্ঘটনাটি ঘটতে পারে বলছেন অনেকে। রাখালের মাথায় গুরুতর আঘাত লাগে। রোলারের ফলায় দান হাতটি গুঁড়িয়ে যায় বলে জানান স্থানীয়রা। রাখালের মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত করছে গোঘাট থানার পুলিশ (Goghat Police Station)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version