নুসরত জাহান (Nusrat Jahan) প্রথম দফায় তাঁর পরিচয় হয় নায়িকা হিসেবে, তারপর সাংসদ (MP) হিসেবে। আর এখন সেই পোর্টফোলিওয় যোগ হয়েছে আরও একটি ভূমিকা। তিনি ছোট্ট ঈশানের মা। আর এই মুহূর্তে এই তিনটি ভূমিকায় দুরন্তভাবে সামলে চলছেন নায়িকা। আর একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার পারদও প্রতিদিন বাড়িয়ে চলেছেন। শুক্রবারের লেটেস্ট পোস্ট দেখেছেন? না দেখে থাকলে দেখে নিন… সেই সঙ্গে রইল নায়িকাও আরও কিছু আগুন জ্বালানো পোস্টের কোলাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version