পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আমতা ১ নম্বর ব্লকের মৎস্য দফতরের মহিলা আধিকারিক এবং শুভদীপ মজুমদার নামে এক কর্মী আবাস প্লাস যোজনার তালিকায় থাকা নাম যাচাই করতে পূর্ব গাজিপুর গ্রামে যান৷ ওই গ্রামের শঙ্করী কাওলে নামে এক মহিলার বাড়িতে যান তাঁরা। তাঁরা সেখানে বিভিন্ন তথ্য যাচাইয়ের পাশাপাশি মোবাইলে বাড়ির ছবি তুলতে যাচ্ছিলেন৷ অভিযোগ, সেসময় মহিলার ছেলে নিরাপদ কাওলে এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেসময় নিরাপদ কাওলে শুভদীপ মজুমদারের জামার কলার ধরে তাঁকে মারধর করেন বলে অভিযোগ৷
পাশাপাশি তাঁর মোবাইল ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। অভিযোগ, ঘটনার সময় শুভদীপের সঙ্গে থাকা মহিলা আধিকারিক বাধা দিতে এলে, অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করে এবং গলার সোনার চেন ছিনিয়ে নেয়৷ পরে ওই কর্মী আমতা ১ নম্বর ব্লকের BDO কে ফোনে বিষয়টি জানালে, তিনি অন্যান্য কর্মীদের নিয়ে এসে মহিলা আধিকারিক ও কর্মীকে উদ্ধার করে নিয়ে যান। পরে শুভদীপ মজুমদার আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ অভিযুক্ত নিরাপদ কাওলেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হলে, বিচারক তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷
