West Bengal News পোলট্রির গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। দুর্ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) দেগঙ্গায় (Deganga)। মৃত সাইকেল আরোহীর নাম, পরিচয় জানা যায়নি। পোলট্রির গাড়ির বেপরোয়া যাতায়াতের অভিযোগ তুলে রবিবার সকালে টাকি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। সমস্যায় পড়তে হয় টেট পরীক্ষার্থীদেরও। পরে দেগঙ্গা থানার (Deganga Police Station) পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Howrah Road Accident : হাওড়ায় মর্মান্তিক ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর
স্থানীয় সূত্র খবর, রবিবার বেলায় দেগঙ্গার ভড়া বাজারে টাকি রোডে (Taki Road) বেপরোয়া পোলট্রির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে, দেগঙ্গায় টাকি রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব‍্যক্তি। আচমকা একটি দ্রুত গতির পোলট্রির গাড়ি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। রাস্তার উপরেই ওই ব‍্যক্তিকে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব‍্যক্তির। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায় (Deganga Police Station)।

Tamluk Road Accident : তমলুকে ভয়াবহ দুর্ঘটনায়, ট্রেকার উলটে মৃত ১
এরপরেই ঘাতক ম‍্যাটাডোর গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে টাকি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ (Deganga Police Station) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সামনেই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটি ভাঙচুর করে বেপরোয়া গতির গাড়িতে বারবার দুর্ঘটনার কারণে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধের ফলে যাতায়াতের সমস‍্যায় পড়েন টেট পরিক্ষার্থীরাও। স্থানীয় বাসিন্দা মিলন কর্মকার বলেন, “এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরেই এই পোল্ট্রির গাড়িগুলো বেপরোয়া ভাবে যাতায়াত করছে। এঁরা কোনও ট্রাফিক আইন মানছে না। নিজেদের মর্জি মতো গাড়ি চালায়। যে কারণে এরকম দুর্ঘটনা ঘটছে বারবার। সে কারণেই আজকে এখানে পথ অবরোধ হচ্ছে।” পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে আশ্বাস দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

Bankura Road Accident : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গ্যাস সিলিন্ডার বোঝাই লরির
প্রসঙ্গত, গত মার্চ মাসেই টাকি রোডের সম্প্রসারণের কাজ হয়। বারাসত থেকে বসিরহাট হয়ে হাসনাবাদ পর্যন্ত টাকি রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। রাস্তা তৈরি করার জন্য বিভিন্ন সময়ে স্থানীয় মানুষ, ব্যাবসায়ীরা আন্দোলনেও নেমেছিলেন। এর আগে দীর্ঘ এই রাস্তা মেরামতি হয়েছে বেশ কয়েকবার। কিন্তু প্রতিদিন এই রাস্তা ধরে বিপুল পরিমাণে যানবাহনের চাপে তা দীর্ঘমেয়াদি হয়নি। খানাখন্দে ভোরে ওঠে রাস্তা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থেকে। এই সড়ক ধরেই বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙা বর্ডারে পৌঁছে যাওয়া যায়। রাস্তা সম্প্রসারণের পরেও বেলাগাম গাড়ি চলাচলের ব্যাপারেই এদিন ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version