সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ লালন শেখের স্ত্রী রেশমা বিবির (Lalan Sheikh Family)। শুধু লালনকেই নয় তাঁর পরিবারকেও শেষ করে দেওয়ার হুমকি দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বলে দাবি মৃতের স্ত্রীয়ের। তিনি বসেন, ”আমার স্বামী-সংসার-বাড়ি সব কেড়ে নিয়েছে সিবিআই। সব শেষ করে দিয়েছে। লালনকে যখন বাড়ি এনেছিল ও বলেছিল ওকে খুব মেরেছে। আঘাতের চোটে দাঁড়াতে পারছিল কাঁপছিল। মারতে মারতে বাড়ি এনেছিল।”
এখানেই শেষ নয়, লালনের স্ত্রীর অভিযোগ তাদের হুমকি দিয়েছিল সিবিআই অফিসাররা। তিনি বলেন, ”ওরা বলেছিল তোর ছেলেকে উলটো করে ঝোলাব। মেয়েকে ছেড়ে দেব না। এখন আমাদের বাড়িও সিল করে দিয়েছে। আমরা কোথায় যাব এবার?” একইসঙ্গে তিনি জানিয়েছেন, অভিযুক্ত সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা হলে তারা লালন শেখের বডি নেবেন না।
সোমবার বিকেলে সিবিআই হেফাজতে থাকা বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্যময় মৃত্যু। সূত্রের খবর, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে লালনের ঝুলন্ত দেহ। মৃত্যুর খবর পেয়েই সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবার। লালনের দিদি অভিযোগ করেন, সম্প্রতি লালনকে নিজের বাড়ি এনেছিল সিবিআই। সেসময় তাঁর স্ত্রীকে সিবিআই আধিকারিকরা বলেন শেষবারের মতো স্বামীকে দেখে নাও, বলে অভিযোগ। এদিন সকালে পুলিশের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি। তিনি অভিযোগ করেন, “সিবিআই ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিল। সিবিআই আমার স্বামীকে মেরেছে।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।