এই সময়: এজলাসে এর আগে কোনও সময়ে তিনি থেকেছেন নীরব, কখনও তাঁকে দেখা গিয়েছে ছলছলে চোখে বিচারকের কাছে আবেদন করতে। সোমবার সেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তুললেন ‘সোশ্যাল জাস্টিস’ নিয়ে। জানতে চাইলেন ‘বৃহত্তর ষড়যন্ত্রে’র সংজ্ঞা। অভিযোগ তুললেন তাঁর চরিত্রহননেরও। এসএসসির নিয়োগ-দুর্নীতি মামলায় এ দিন পার্থকে আলিপুর আদালতে হাজির করা হয়েছিল। বিচারক অর্পণকুমার চট্টোপাধ্যায়ের উদ্দেশে হাত জোড় করে পার্থ বলেন, ‘সোশ্যাল জাস্টিস মানে কী? বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তার সংজ্ঞা কী?’ তাঁর অভিযোগ, ‘আমাকে বন্দি রেখে চরিত্রহনন করা হচ্ছে। এ ভাবে চলতে থাকলে কেউ আর মন্ত্রী বা জনপ্রতিনিধি হতে চাইবেন না। ওই পদে এ বার সিবিআই বা ইডি-কে বসিয়ে দিতে হবে।’

Partha Chatterjee: ‘কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না’, ডিসেম্বর রহস্য নিয়ে মুখ খুললেন পার্থ
প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি আদালতে হাজির করা হয়েছিল এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহাদের। অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতায় সিবিআইয়ের কৌঁসুলি বলেন, ‘প্রত্যেকে ষড়যন্ত্রে যুক্ত। যেন একটা সুতোয় যুক্ত। অপরাধ সংগঠিত করতে প্রত্যেকে নিজেদের মতো করে কাজ করেছেন। অভিযুক্তরা তদন্তেও সহযোগিতা করছেন না। আমরা তাঁদের ফের জেল হেফাজত চাইছি।’ সিবিআই ফের দাবি করে, অভিযুক্তরা প্রভাবশালী। তাঁরা জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করবেন। আদালতে দু’পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাবের শেষে বিচারককে উদ্দেশ করে পার্থ বলেন, ‘হুজুর আমি তা হলে বেরোচ্ছি!’ এর পরেই বিচারক জানতে চান, তাঁর কিছু বলার আছে কি না। তখনই মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সামাজিক ভাবে আমার চরিত্রহননের কাজ চলছে। কেউ আর মন্ত্রী হতে চাইবেন না। আমি মন্ত্রী, প্রতিদিন একই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ন্যায়বিচার চাই।’

Anubrata Mondal : কেষ্টর কেস ডায়েরি দেখে চমকালেন বিচারক
দিনের শুরুতে আদালতে ঢোকার সময়েও পার্থ পরিষ্কার বুঝিয়ে দেন, তিনি তৃণমূলের পাশেই রয়েছেন। বিজেপি নেতাদের ‘ডিসেম্বর’ হুঁশিয়ারি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পার্থ বলেন, ‘তৃণমূলের কেউ ক্ষতি পারবে না।’ এর আগেও অবশ্য তিনি আদালতে হাজিরার দিনে সংবাদমাধ্যমের প্রশ্নে বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেরই জয় হবে। আদালতে অন্য অভিযুক্তদের মধ্যে পিছনের বেঞ্চে বসে থাকা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় পার্থকে।

Partha Chatterjee : ‘টেট পরীক্ষার্থীদের জানাই আমার শুভেচ্ছা’, পার্থর ছবি দিয়ে রবিবাসরীয় ফাজলামি বাঙালির
যদিও পার্থর মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সম্পর্কে কী সিদ্ধান্ত, দল জানিয়ে দিয়েছে। যদি কেউ কোনও মন্তব্য করেন, করতেই পারেন। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সারা বাংলা যেটা বিশ্বাস করে, তিনি যদি সেই কথাই বলে থাকেন, তাঁর সঙ্গে দল আছে কি দল নেই, এটা অপ্রাসঙ্গিক।’ পার্থর এই রাজনৈতিক মন্তব্য নিয়ে অবশ্য তোপ দেগে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘গোটা তৃণমূল দুর্নীতির সঙ্গে যুক্ত। পার্থর সঙ্গে দল রয়েছে। পার্থও দলের সঙ্গেই রয়েছেন। কাউকে বিচ্ছিন্ন করা যাবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version