ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরনিগমের (Bidhannagar Municipality) ১৪ নম্বর ওয়ার্ডের হাতিয়ারা সর্দার পাড়ায়। শ্বশুরবাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। পরে যুবকের মৃত্যু হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোক। ভাঙচুর চালানো হয় যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিকের বাড়িতে। মৃত যুবকের নাম সমীর মুখার্জি। যুবক তাঁর শ্বশুর বাড়িতেই থাকত বলে খবর।
জানা গিয়েছে, ১১ বছর আগে হাতিয়ারা সর্দার পাড়ার ঝুম্পা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় সমীরের। তাদের একটি ১১ বছরের মেয়েও রয়েছে বলে খবর। কিন্তু ঝুম্পা পাড়ারই ছেলে সঞ্জীবের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে খবর। স্থানীয় সূত্রে দাবি, বিষয়টি সমীরের নজরে আসতেই এই নিয়ে নিত্য অশান্তি চলত তাদের মধ্যে। সেই অশান্তির জেরেই এমন পদক্ষেপ সমীরের বলে দাবি তাঁর পরিবারের। সমীরের স্ত্রী ঝুম্পা ও তাঁর প্রেমিক সঞ্জীব সর্দারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে তারা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয়। পুলিশের অসহযোগিতা এবং যুবককে ধমকানোর অভিযোগ পরিবারের। মৃত যুবক আত্মহত্যার আগে ফেসবুকে লাইভ করে তাঁর মৃত্যুর জন্য স্ত্রী ও তাঁর প্রেমিককে দায়ী করে গিয়েছেন।
অন্যদিকে, কোচবিহারে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বধূকে বাড়িতে ডেকে ‘খুন’ করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোনালি বর্মন (৩০)-এর দেহ অভিযুক্ত প্রতিবেশীর বাড়ির সামনে উদ্ধার হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। বিক্ষোভ ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।