BSF সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ এই ব্যক্তি যখন সাইকেল চালিয়ে হাকিমপুর থেকে স্বরূপধা গ্রামের দিকে যাচ্ছিল, তখন কর্তব্যরত জওয়ানদের তাকে দেখে সন্দেহ হয় এবং তারপর তাকে তল্লাশির জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে। ১১২ ব্যাটেলিয়নের বর্ডার চৌকির জওয়ানরা HHMD ডিভাইস দিয়ে তাকে তল্লাশি করলে, তার কাছ থেকে ৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়। তখনই জানা যায়, সে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা৷ নাম পঞ্চুগোপাল মণ্ডল৷ এই ব্যক্তিকে তল্লাশি করতেই তার কাছ থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার হয়৷ যার ওজন ৯৬০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫৩ লাখ ৬২ হাজার ৯৪৪ টাকা। সে সোনা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে৷
BSF এর দাবি, জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, এই সোনা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শরিফুল সরদার নামে এক ব্যক্তি তাকে দিয়েছিল। সে আরও বলে যে, এই বিস্কুটগুলো কলকাতার বড় বাজারের একটি জুয়েলারের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল সে। এই কাজের জন্য সে দু’ হাজার টাকা পেত বলেও জানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তি সহ সোনা তেঁতুলিয়ায় শুল্ক দফতরের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে BSF। পঞ্চুগোপাল মণ্ডল চোরা কারবারি বলেই অনুমান এবং সে দীর্ঘদিন ধরেই সোনা পাচারের সঙ্গে যুক্ত বলেও BSF এর দাবি৷
১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, “সীমান্তে চোরাচালান বন্ধ করতে BSF প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এই কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো কাজে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে৷ ধৃত চোরা কারবারির কাছ থেকে চোরাচালান সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করা যায়।”
