ফিফা বিশ্বকাপ ২০২২-এর (Fifa World Cup 2022) থিম সংয়ে রয়েছেন নোরা ফতেহি। ফলে এ বছর বিশ্বকাপ ফুটবল যে এই বলি সুন্দরীর কাছে একটু এক্সট্রা স্পেশাল, তা নতুন করে বলে দিতে হবে না। আর তাই তো বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকতে কাতার উড়ে গেলেন নোরা ফতেহি। ফাইনালে তাঁর কোনও চমক থাকবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। এদিন এয়ারপোর্টে নোরা ফতেহি-কে দেখা গেল কাতার উড়ে যেতে। দেখুন ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version