আবাস যোজনার সমীক্ষা করার পর হুমকির মুখে অঙ্গনওয়াড়ি কর্মীরা, বাধ্য হয়ে প্রতিবাদের পথে চন্দ্রকোনা অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মীরা।

 

হাইলাইটস

  • আবাস যোজনার সমীক্ষা করার পরেই অনেক অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে।
  • বাধ্য হয়ে প্রতিবাদের পথে চন্দ্রকোনা অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মীরা।
  • সোমবার মহকুমা শাসক দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা।
PM Awas Yojana Gramin : আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সমীক্ষা করাই কি কাল হল ? সমীক্ষা করার পরেই অনেক অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Workers) হুমকির মুখে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে প্রতিবাদের পথে চন্দ্রকোনা অঞ্চলের (Chandrakona ) অঙ্গনওয়াড়ি কর্মীরা (Anganwadi Workers)। সমীক্ষার পর অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সোমবার মহকুমা শাসক দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, আবাস যোজনার সমীক্ষার পরে চরম হুমকির মুখে পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এমনই অভিযোগ তুলে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও (BDO) ও চন্দ্রকোনা সিডিপিও (CDPO) অফিসে বিক্ষোভ দেখায় তাঁরা। পাশাপাশি ডেপুটেশন (Deputation) জমা দেয় অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির মহিলারা। তাঁদের অভিযোগ, রাজি না থাকলেও ব্লক প্রশাসনের তরফ থেকে তাদের জোরপূর্বক আবাস যোজনার সমীক্ষা করানো হয়েছিল। কিন্তু সেই সমীক্ষার পরে আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম বাদ যাওয়ার পরেই তাঁরা অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ। আর এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকেই। তারই প্রতিবাদে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও ও চন্দ্রকোনা সিডিপিও অফিসে সোমবার বিক্ষোভ ডেপুটেশন জমা দিল সমীক্ষার কাজ করা ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Pradhan Mantri Awas Yojana : ‘ঠ্যাং ভেঙে রেখে দেব…’, হুমকির মুখে নিরাপত্তার দাবিতে ডেপুটেশন আশা কর্মীদের
এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, “আমাদের হঠাৎ করে ট্রেনিং দিয়ে সমীক্ষার কাজে পাঠানো হল। আমরা সমীক্ষা করে আসার পর তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে। এরপর থেকেই আমাদের হয়রানি শুরু হয়। আমাদের বাড়িতে এসেও হুমকি দেওয়া হচ্ছে। এভাবে আমরা দিন কাটাব কী করে? তাই আজ আমরা ডেপুটেশন জমা দিলেন।” অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Pradhan Mantri Awas Yojana : আশাকর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের, বাঁকুড়ার ঘটনায় চাঞ্চল্য
প্রসঙ্গত, একই সমস্যা সোমবার দেখা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সমীক্ষার কাজ করতে গিয়ে বারংবার হুমকির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। সোমবার কোনও উপায় না দেখে নিজেদের নিরাপত্তার দাবিতে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন দেয় তাঁরা। এমনকি আবাস যোজনা সার্ভের কাজ করতে গিয়ে স্থানীয় শাসক দলের নেতাদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের। নিরাপত্তা অভাবে আতঙ্কে রয়েছে আশা কর্মীদের পরিবার। শাসক দলের কথা অনুযায়ী কাজ না করলে গ্রাম ছাড়তে হবে, এমনই হুমকি পাচ্ছে তাঁরা এমনটাই অভিযোগ আশা কর্মীদের। নিজেদের নিরাপত্তা দাবিতে এবং সুষ্ঠুভাবে কাজ করার দাবি নিয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন তাঁরা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version