গোরু পাচার কাণ্ডে তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ায় বর্ধমান জেলায়।
হাইলাইটস
- অবৈধভাবে গোরু পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।
- ধৃতদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পশুদের অত্যাচার করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
- পুলিশ গোরুগুলিকে উদ্ধার করে ও তিনজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে।
অমানবিকভাবে গোরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ও বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। তাদের কাছে গোরু বাজেয়াপ্ত করার দাবি জানান BJP বিধায়ক। গাড়িতে বোঝাই গোরু বাজেয়াপ্ত না করা হলে, তিনি পথ থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দেন দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এরপরই পুলিশ গোরুগুলিকে উদ্ধার করে ও তিনজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে। পশ্চিমবঙ্গে সবকিছুতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সবেতেই দুর্নীতি হচ্ছে। পুলিশের মদতে এই গোরু পাচার হচ্ছে। টাকার বিনিয়মে পুলিশ পাচারকারীদের সাহায্য করছে। গতকাল সন্ধ্যায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান BJP র বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায়। সেই অভিযোগের তদন্তে নেমেই অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করে বর্ধমান থানার পুলিশ৷
উল্লেখ্য, গোরু পাচারের অভিযোগে (Cow Smuggling) ইতিমধ্যেই সরগগম রাজ্য রাজনীতি৷ এই ইস্যুতে শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI-র নজরে রয়েছেন। বেশ কয়েকজনকে গোরুপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছে। তারপরও গোরু পাচার অব্যাহত বলেই অভিযোগ করে BJP৷ এমনকী BJP র তরফে অভিযোগ, পুলিশের মদতেই এহেন কাজ হচ্ছে৷ পুলিশ টাকার বিনিয়মে এদের সহযোগিতা করছে৷ তাই এই গোরু পাচার অবাধে চলছে৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ