গোরু পাচার কাণ্ডে তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ায় বর্ধমান জেলায়।

 

বর্ধমানে অবৈধভাবে গোরু পাচার

হাইলাইটস

  • অবৈধভাবে গোরু পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।
  • ধৃতদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পশুদের অত্যাচার করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
  • পুলিশ গোরুগুলিকে উদ্ধার করে ও তিনজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে।
বর্ধমানের (Bardhaman) বেচারহাটে গোরু বোঝাই গাড়ি আটকে অবৈধভাবে পাচারের অভিযোগ গতকালই তুলেছিলেন BJP বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)৷ এবার সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার (Bardhaman Police Station) পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আরাফত শেখ ওরফে হাবলু, ফজলু মল্লিক ও ওয়াজেদ শেখ ওরফে মধু৷ ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ও ১১ নম্বর ধারার সাবসেকশন ১ এর এ ও ডি উপধারায় যথাক্রমে চুরি, অমানবিকভাবে পশু নিয়ে যাওয়া ও ইচ্ছাকৃতভাবে পশুদের অত্যাচার করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে তোলা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার অবৈধ গোরু পাচার (Cow Smuggling) নিয়ে উত্তেজনা ছড়ায় বর্ধমান জেলায়। আসানসোল (Asansol) থেকে কলকাতা যাওয়ার পথে ২ নম্বর জাতীয় সড়কের বেচারহাট এলাকায় একটি গোরু বোঝাই গাড়ি আটকে অবৈধভাবে পাচারের অভিযোগ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক।

Bardhaman News : বিমানবন্দরে নিখোঁজ মহিলা উদ্ধার বর্ধমানে
অমানবিকভাবে গোরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ও বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। তাদের কাছে গোরু বাজেয়াপ্ত করার দাবি জানান BJP বিধায়ক। গাড়িতে বোঝাই গোরু বাজেয়াপ্ত না করা হলে, তিনি পথ থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দেন দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এরপরই পুলিশ গোরুগুলিকে উদ্ধার করে ও তিনজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে। পশ্চিমবঙ্গে সবকিছুতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সবেতেই দুর্নীতি হচ্ছে। পুলিশের মদতে এই গোরু পাচার হচ্ছে। টাকার বিনিয়মে পুলিশ পাচারকারীদের সাহায্য করছে। গতকাল সন্ধ্যায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান BJP র বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায়। সেই অভিযোগের তদন্তে নেমেই অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করে বর্ধমান থানার পুলিশ৷

Bardhaman News : বর্ধমানে বড়সড় পাচারের ছক বানচাল, বিপুল পরিমাণ সোনার বাট সহ ধৃত ২
উল্লেখ্য, গোরু পাচারের অভিযোগে (Cow Smuggling) ইতিমধ্যেই সরগগম রাজ্য রাজনীতি৷ এই ইস্যুতে শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI-র নজরে রয়েছেন। বেশ কয়েকজনকে গোরুপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছে। তারপরও গোরু পাচার অব্যাহত বলেই অভিযোগ করে BJP৷ এমনকী BJP র তরফে অভিযোগ, পুলিশের মদতেই এহেন কাজ হচ্ছে৷ পুলিশ টাকার বিনিয়মে এদের সহযোগিতা করছে৷ তাই এই গোরু পাচার অবাধে চলছে৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version