জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি যদি নিজে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন অথবা আপনার পরিবারের কেউ যদি কেন্দ্রীয় কর্মচারী হন, তাহলে এই খবরটি আপনার জন্য প্রয়োজনীয়। ১৮ মাসের বকেয়া দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মীরা দাবি করছেন। এখন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বড় বিবৃতি এসেছে। ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁর বক্তব্য থেকে মনে হচ্ছে সরকার কর্মচারীদের ডিএ-র বকেয়া দাবি নিয়ে সংসদে বিবৃতি দিতে বাধ্য হন।

অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি কর্মচারী সংগঠনের

প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর্মচারীদের বকেয়া এরিয়ার কেন দেওয়া হয়নি। টানা ১৮ মাসের বকেয়া ইস্যু করার দাবি রয়েছে কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে। গত কয়েকদিনে কর্মচারী সংগঠনগুলোও এই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছিল।

আরও পড়ুন: EPFO Pension Hike: ৬ কোটি PF গ্রাহকের জন্য খুশির খবর, জানুন কত হাজার টাকা বাড়বে পেনশন

আর্থিক সংকটের মুখে সরকার

পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার করোনা মহামারীর কারণে মহার্ঘ ভাতার তিনটি কিস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সংসদে আরও জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে সরকার আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে। মানুষের জীবন-জীবিকা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: ২ প্যাকেট কুকুরের খাবার ১.৫ লাখে! অ্যামাজনের কীর্তিতে তাজ্জব ক্রেতা

সেপ্টেম্বরে ডিএ বেড়ে ৩৮ শতাংশ হয়েছে

তিনি বলেন, এই সব কারণে সরকার টাকা দেয়নি। তিনি আরও বলেন যে করোনাভাইরাস মহামারীর প্রভাব কমার পরেও আর্থিক সংকট দেখা গিয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হয়নি। সরকার ২০২২ সালের সেপ্টেম্বরে ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ-র দাবি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে করে আসছে। যদিও এর আগেও সরকার এই বিষয়ে কর্মচারীদের কোনও ধরনের প্রতিশ্রুতি দেয়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version