Moloy Mukherjee Birbhum Trinamool Congress Leader বীরভূমের দাপুটে নেতা ও তৃণমূল অনুব্রত মণ্ডলের ডেপুটির গলাতেও তাঁরই স্বর। সরাসরি পুলিশকে বদলির হুমকি দিলেন সাঁইথিয়া থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন বীরভূম (Birbhum News) জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় (Moloy Mukherjee )। নাম না করে বিজেপি নেতাদের পক্ষপাত করার জন্য শাস্তিস্বরূপ খোলা মঞ্চ থেকে পুলিশকে বদলির হুমকি দিলেন জেলায় অনুব্রতর ডেপুটির।


কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং নীতির প্রতিবাদে বুধবার সাইথিয়ার চারতলা মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। যে সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সহ সাঁইথিয়া বিধানসভার অন্যান্য নেতৃত্ব। ছিলেন মলয় মুখোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় প্রকাশ্য জনসমাবেশের মঞ্চ থেকে বলেন,” বেশকিছু প্রশাসনিক কর্তারা বর্তমানে চাটুকারিতা করতে ব্যস্ত তার মধ্যে সাঁইথিয়া থানাও আছেন। যদি ভাবছেন অনুব্রত জেলের ভিতরে কেউ কিছু করতে পারবে না তাহলে ভুল ভাবছেন, আপনাকে এখান থেকে সুন্দরবনে পাঠিয়ে দিতে আধ ঘণ্টাও লাগবে না।”

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে সাঁইথিয়া থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। সেই সমাবেশের মঞ্চ থেকে বিজেপির বীরভূম জেলা সভাপতি তৃণমূলের নেতৃত্বদের কড়া ভাষায় আক্রমণ করে। পথ ও অবরোধ করা হয় বিজেপির তরফে । তারই প্রত্যুত্তরে মলয় মুখোপাধ্যায়ের এই বক্তব্য বলে সাঁইথিয়া শহর তৃণমূল সূত্রে খবর।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় (Cattle Smuggling Case) জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিন দুই আগে দুবরাজপুর থানায় তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের অভিযোগে সাতদিনের পুলিশি হেফাজতে। তিনি এই মুহূর্তে রয়েছেন দুবরাজপুরের হাজতে। অনুব্রত মণ্ডল জেলবন্দি হলেও তাঁর জেলায় ফেরা নিয়ে উচ্ছ্বসিত। আদালতে হাজিরায় অনুব্রত মণ্ডলের সঙ্গে নিয়মিত দেখা করতে যান মলয় মুখোপাধ্যায় (Moloy Mukherjee)।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version