শিলিগুড়িতে লজের রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
হাইলাইটস
- লজের রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷
- ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায়।
- ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে লজের কর্মীদের মধ্যে।
মালদা থেকে এসেছিলেন বলে লজের কর্মীদের জানান তিনি। কাজ সম্পর্কিত বিষয়ে শিলিগুড়িতে আসা বলে জানিয়েছিলেন তিনি। তারপর থেকে ওই ব্যক্তি মাঝেমধ্যে বাইরে যেতেন। খাবার অর্ডার দিতেন। কয়েকদিন আগে তাঁর সঙ্গে আসা আর এক ব্যক্তি রুম ছেড়ে দেন। পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে আসা ব্যক্তি চলে যাওয়ার পর থেকে একাই লজের রুমে ছিলেন প্রদীপ রায়। বুধবার অবধি তাঁর রুম বুকিং ছিল। লজের কর্মীদের দাবি, বুধবার সকাল থেকে তাঁকে রুম থেকে বের হতে দেখেননি লজের কর্মীরা। এরপর সন্ধ্যায় রুমের সামনে গিয়ে কর্মীরা ডাকাডাকি করেন। তারপরও সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। পানিট্যাঙ্কি ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে রুমের দরজা ভাঙে। এরপরই ঝুলন্ত অবস্থায় ব্যক্তিকে পাওয়া যায়।
বুধবার রাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় লজের রুম থেকে। যদিও রুম থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। লজের মালিক জানান, ব্যক্তির সঙ্গে আসা আর একজন ১৬ ডিসেম্বর চলে যান। তারপর থেকে একা ছিলেন এই ব্যক্তি। কোনও কিছু অস্বাভাবিক মনে হয়নি। বুধবার সকাল থেকে দরজা না খোলাতে সন্দেহ হয়। এরপর পুলিশ ডাকা হয়। দরজা খুলতেই দেখা যায়, রুমে একটি ফ্যানে দড়িতে ফাঁস দিয়েছিলেন। এভাবে লজে এই ব্যক্তির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ