কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Weather Update Kolkata)?
আজ চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে শুরু করে ইকো-নিকো পার্কে কার্যত জনজোয়ার নামতে চলেছে । কিন্তু, উৎসবের এই আমেজ ফিকে করে দেবে না তো আবহাওয়া? আজ তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী।
এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ৩১ তারিখ নিউ ইয়ার ইভে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করতে পারবেন শহরবাসী, জানা যাচ্ছে এমনটাই।
কেমন থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (Weather In North And South Bengal)?
দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জন্য সোমবার তামিলনাডু উপকূলে বৃষ্টির সম্ভাবনা। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। তবে আগামী ৩ থেকে ৪ দিন সারা রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে।বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। ২৯ ও ৩০ তারিখের মধ্যে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সোমবার মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানা গিয়েছে এমনটাই।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।