West Bengal Weather Update: রবিবার বড়দিন ছুটির মেজাজে সাধারণ মানুষ। পিকনিক, প্রিয়জনদের সঙ্গে আড্ডা, বেড়াতে যাওয়া-মোটের উপর ফুরফুরে মেজাজে সকলেই। কিন্তু, উৎসবের শহরে শীতের দেখা নাই। শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। এর ফলেই বড়দিনে বেড়েছে তাপমাত্রা। চলতি বছর কি আদৌ জাঁকিয়ে শীত পড়বে? সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী। এবার এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, জানিয়ে আবহাওয়া দফতর। ফলে বছরের শেষে ফিরতে পারে শীত। নিউ ইয়ারেও শীত পাওয়া যাবে না এই আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু, মৌসম ভবনের এই পূর্বাভাসে স্বস্তি ফিরেছে কিছুটা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Weather Update Kolkata)?
আজ চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে শুরু করে ইকো-নিকো পার্কে কার্যত জনজোয়ার নামতে চলেছে । কিন্তু, উৎসবের এই আমেজ ফিকে করে দেবে না তো আবহাওয়া? আজ তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী।

West Bengal Weather Update: বছরের শেষ সপ্তাহের আনন্দ পণ্ড করবে আবহাওয়া? দার্জিলিং থেকে কলকাতা, খারাপ খবর সর্বত্র
এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে ৩১ তারিখ নিউ ইয়ার ইভে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করতে পারবেন শহরবাসী, জানা যাচ্ছে এমনটাই।

Darjeeling Weather: বড়দিনে পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে দার্জিলিঙের আবহাওয়া? জানুন
কেমন থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (Weather In North And South Bengal)?
দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জন্য সোমবার তামিলনাডু উপকূলে বৃষ্টির সম্ভাবনা। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। তবে আগামী ৩ থেকে ৪ দিন সারা রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে।বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। ২৯ ও ৩০ তারিখের মধ্যে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সোমবার মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানা গিয়েছে এমনটাই।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version