Uttar 24 Pargana ইউটিউব দেখে মিরাক্যাল ঘটালেন অশোকনগরের (Ashok Nagar) যুবক। ছাদের টবে চিনির মতো কমলাচাষে সাফল্য বদলে দিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মৈনাক মণ্ডলের জীবন। দার্জিলিঙের মতো মিষ্টি কমলা লেবু চাষে বিপুল আয়ের রাস্তা খুলেছে কৃষক পরিবারের সন্তান মৈনাকের সামনে। কমলাচাষে (Orange Farming) বিপুল লক্ষ্মীলাভ হতেই নিশ্চিত আয়ের ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়েছেন তরুণ।

অনেকেই বাড়িতে টবে কমলালেবু গাছ লাগিয়ে কমলা লেবু ফলিয়েছে কিন্তু তা দাঁতে কাটার উপায় থাকে না। কিন্তু ইউটিউব দেখে ও নিজের বিচার-বুদ্ধি কাজে লাগিয়ে সমতলে পরীক্ষামূলকভাবে হলেও কমলালেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মৈনাক মণ্ডল। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন সমতলের এই কমলালেবু বাগান ঘুরে দেখতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে এখন পুরোদমে কমলা চাষে মন দিয়েছেন তিনি।

West Bengal Local News: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, কাশফুল থেকে ঘর সাজানোর অভিনব জিনিস তৈরি করে দারুণ আয়

কমলালেবু মূলত শীত প্রধান দেশে চাষ হয়। কিন্তু এবার সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অশোকনগর বিধানসভার সেনডাঙ্গা এলাকার কয়েক বিঘে জমির উপর কিছুটা জায়গায় কমলালেবু চাষ করে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছেন স্থানীয় মণ্ডল পরিবার। পরীক্ষামূলক ভাবে হলেও, প্রায় সাড়ে চার কাঠা জমিতে তারা এই কমলালেবু চাষ করছেন। বর্তমানে গাছ ভরেছে কমলালেবুতে। আর এই সমতলের কমলালেবুর বাগানের কথা জানার পরই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন তা দেখতে। সারাদিনই প্রায় মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলেই জানালেন মণ্ডল পরিবারের সদস্যরা। নিজে হাতেই পারা যাচ্ছে কমলালেবু। অনেকেই আবার ব্যাগে করে কমলা লেবু নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। আরও ভালো প্রজাতির কমলালেবু যাতে তৈরি করা যায় আগামীতে সেই চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান কৃষকেরা।

Orange : অজানা রোগের কোপে বক্সা পাহাড়ের কমলা

জানা গিয়েছে, আড়াই তিন বছর আগে তারা এই কমলালেবুর গাছ লাগিয়েছিলেন মৈনাক ও তাঁর পরিবার। বিগত বছরগুলিতে অল্প কিছু পরিমাণ ফল আসলেও, এ বছরের মত এত ফল আগে হয়নি। আকারে একটু ছোট থাকায় আগামী দিনে আরো ভালো প্রজাতির ফল কিভাবে তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলেই জানান, কৃষক পরিবারের সদস্য মৈনাক মণ্ডল। তাই উচ্চশিক্ষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পেশা ছেড়ে এখন কমলালেবু চাষেই মনোননিবেশ করে ব্যস্ত মৈনাক। তার বিশ্বাস, আগামী দিনে তারা আরও ভালো প্রজাতির কমলালেবু চাষ করতে পারবেন। সব মিলিয়ে এখন সমতলের এই কমলালেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে মানুষের কাছে।

Raiganj Brinjal Cultivation : পেল্লায় সাইজ, শীতে রায়গঞ্জ বাজারের অন্যতম আকর্ষণ বিঘোরের বেগুন

মৈনাক মণ্ডলের দাবি, ”এই বিষয়ে সরকারের সহযোগিতার প্রয়োজন। সরকার যদি সহযোগিতা করে তাহলে নতুনত্ব চাষ করে এই মাটিতেই সফলতা পাওয়া সম্ভব, যা কমলালেবু চাষ করে মাত্র আড়াই-তিন বছরেই সাফল্য পাওয়া গিয়েছে। বাংলাদেশ যেমন চাষের ক্ষেত্রে সরকারি সহযোগিতা করে চাষিদের, তেমনটা যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এগিয়ে আসে তাহলে চাষাবাদে আমরাও পারি নতুন কিছু করে দেখাতে।” চাষে এমন অভূতপূর্ব সাফল্যে কৃষিকাজকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version