SSC Scam West Bengal : শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee News)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ‘ভুয়ো শিক্ষক’ অর্থাৎ সুপারিশে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে পর্ষদ। এবার প্রকাশিত তালিকায় বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইছা সর্দারের ছেলে মোঃ নাজিবুল্লার নাম থাকাকে কেন্দ্র করে শোরগোল পড়ল। পর্ষদের প্রকাশিত তালিকায় ‘ভুয়ো শিক্ষক’ হিসেবে তৃণমূল নেতার ছেলের নাম থাকা নিয়ে রীতিমতো সরব বিরোধীরা। এদিকে ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইছা।

‘ছেলে স্বচ্ছতার সঙ্গেই চাকরি পেয়েছে’

এই তথ্য সামনে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইছা সর্দার বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। আমাকে বদনাম করার চেষ্টা করছেন বিরোধীরা।” ছেলের চাকরি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ও যোগ্য। RTI করার পর প্যানেলে নাম এসেছিল। ২০২০ সালের শেষের দিকে ও চাকরি পেয়েছে। আমি কোনও MLA বা MP-কে বলিনি যে ওর জন্য সুপারিশ করে দিন। বিষয়টি বিচারাধীন। এই নিয়ে আমি কিছু বলতে চাই না।”

SSC Scam : শূন্য পেয়েও সরকারি চাকরি! এবার ১৬৯৮ ‘ভুয়ো’ শিক্ষাকর্মীদের নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের
আদালতের নির্দেশ প্রসঙ্গে এই তৃণমূল নেতা বলেন, “ওই তালিকায় নাম থাকা ২০ জন ইতিমধ্যেই আদালতে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা বলছেন যে তাঁরা যোগ্য বলেই চাকরি পেয়েছেন। সকলে তো ‘ডাউটফুল’ হতে পারেন না।” অর্থাৎ ছেলে কোনওভাবেই অসৎ উপায়ে চাকরি পাননি বলেই দাবি করেছেন তিনি।

BJP-র তোপ…

এদিকে তালিকায় তৃণমূল নেতার ছেলের নাম দেখে রীতিমতো ফুসে উঠেছে BJP। বারাসত BJP-র সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়োগ ব্যবস্থাকে রসাতলে পাঠিয়েছে। ওই ব্যক্তিকে যারা সুপারিশ করেছিল তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার কথা জানাচ্ছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

Partha Chatterjee Arpita Mukherjee : বাজেয়াপ্ত ১০৩ কোটিরও বেশি সম্পত্তি পার্থ-অর্পিতারই, চার্জশিট পেশ ED-র
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (SSC) ৯৫২ জনের তালিকা প্রকাশ করে। অভিযোগ, OMR শিটের সঙ্গে তাঁদের প্রাপ্ত নম্বরের কোনও মিল নেই। এই তালিকায় সোনারপুর-রাজপুরের এক কাউন্সিলরের নাম রয়েছে বলেও সূত্রের খবর। এবার বারাসতের তৃণমূল নেতার ছেলের নাম থাকাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version