শুভেন্দু অধিকারীর হাতে থাকা দপ্তরের অন্তর্গত নিগমে নিয়ম ভেঙে যাঁদের নিয়োগ করা হয়েছিল তাঁদের তালিকা তৈরি করে ছাঁটাইয়ের দাবি তৃণমূলের।
হাইলাইটস
- রাজ্যের মন্ত্রী থাকার সময়ে শুভেন্দু অধিকারীর হাতে থাকা দপ্তরের অন্তর্গত নিগমে নিয়ম ভেঙে যাঁদের নিয়োগ করা হয়েছিল তাঁদের তালিকা তৈরি করে ছাঁটাইয়ের দাবি তুলল তৃণমূল।
- অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া, রীতিনীতি ভেঙে এই নিয়োগ হয়েছিল বলে সোমবার রাজ্য তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন।
- নিয়ম ভেঙে নিযুক্তদের তালিকা প্রকাশের পক্ষেও সওয়াল করেছেন কুণাল।
পরিবহণ দপ্তরের অধীনে এক সময়ে ভূতল পরিবহণ নিগম, সিএসটিসি, সিটিসি, পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগম-সহ একাধিক নিগম ছিল। এইচআরবিসিও পরিবহণ দপ্তরের আওতায় ছিল। এ ছাড়া সেচ দপ্তরের অধীনেও নিগম রয়েছে। ঠিক কোন নিগমে তৃণমূল তদন্ত চাইছে–কুণাল তা স্পষ্ট না করলেও তৃণমূলের মুখপাত্রের অভিযোগ, ‘শুভেন্দু অধিকারী যে যে দপ্তরে ছিলেন, সেই জমানায় রীতিনীতি ভেঙে যে নিয়োগ হয়েছে, তার তালিকা তৈরি করা হোক। যাতে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যায়। তিনি (শুভেন্দু) বেআইনি ভাবে লোক ঢুকিয়ে দিয়ে গিয়েছেন। এঁরাই আবার মাঝে মাঝে বিক্ষোভ করছেন!’ নিয়োগ-বিতর্কে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এ দিন শুভেন্দুকে নিশানা করেছেন। পুরুলিয়ায় সেলিম বলেন, ‘শুভেন্দু বিজেপির নকল নেতা সেজে হইহই করছেন, কিন্তু উনি পুরুলিয়ায় মেদিনীপুরের লোক নিয়োগ করেছিলেন। পরে তাঁদের নিজেদের জেলায় ফেরত নিয়ে যান। তৃণমূলে থাকার সময়ে চাকরি দিয়ে এখন বিজেপি করছেন। নবান্ন থেকে ছাপ্পান্ন, সবাই এই লুঠের ভাগিদার।’
তৃণমূল ও সিপিএমের এই অভিযোগ নিয়ে শুভেন্দু কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল অত্যন্ত সাধু প্রস্তাব দিয়েছে। কিন্তু এই তদন্তের আগে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মাত্র দেড় মাসে ১০ লক্ষ লোকের ইন্টারভিউ নিয়ে দু-হাজার বন সহায়ক নিয়োগ করা হয়েছিল–সেই বিষয়ে তদন্ত হোক। বন দপ্তরের এই দুর্নীতিতে কারা জড়িত, তাঁদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।’ শমীক ও সেলিমের বক্তব্যের জবাবে কুণাল বলেন, ‘বন দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তিনি নিশ্চয়ই তা দেখছেন। আর বুদ্ধদেব ভট্টাচার্য বাম সরকারকে চোরেদের মন্ত্রিসভা বলেছিলেন, তাই সেলিমের মুখে দুর্নীতির কথা মানায় না।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
