বিনোদন দুনিয়ায় ফের এক চাঞ্চল্যকর মৃত্যু। ফের একবার ভালোবাসায় মন ভেঙে হারিয়ে যাওয়া বেঁচে থাকার শেষ ইচ্ছেটা। ফের একবার খ্যাতি, প্রাচুর্য এবং বাঁধভাঙা জীবনযাপনই কি এই চরম পরিণতির জন্য দায়ি? বাংলা টেলি দুনিয়া হোক অথবা হিন্দি। বার বার নায়িকাদের আত্মহত্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অল ইজ নট ওয়েল। তারকাদের ঝাঁ চকচকে যে লাইফস্টাইল মানুষের সামনে আসে, তার অন্তরাল অনেকটাই কালি পড়ে যাওয়া প্রদীপের মতোই। প্রত্যুষার মৃত্যু দিয়ে যে মিছিল শুরু হয়েছিল, সেই লম্বা তালিকায় এবার নাম উঠল টেলি দুনিয়ার আরও এক পরিচিত মুখ তুনিশা শর্মার (Tunisha Sharma)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version