জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সামনের দিকে তাকাতে চাইছে বিসিসিআই (BCCI)। আর তাই শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর তাঁর ডেপুটি হলেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। তবে রঞ্জি ম্যাচ খেলতে ব্যস্ত থাকার জন্য জীবনের সাফল্যের এত বড় খবর তাঁর কাছে ছিল না। সুখবরটা সূর্যকে দিয়েছিলেন তাঁর বাবা অশোক কুমার যাদব (Ashok Kumar Yadav)। 

৩ জানুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ঘরের মাঠে নামতে চলেছেন সূর্য। তাও আবার নিজের হোম গ্রাউন্ডে সহ অধিনায়ক হিসেবে খেলবেন স্কাই। মঙ্গলবার রাতে দল ঘোষণা করে চেতন শর্মার জাতীয় নির্বাচক কিমিটি। প্রথমে খবরটা পেয়ে বিশ্বাস করতে চাননি সূর্য। তাঁর বাবা ঘোষিত দলের তালিকাটা সূর্যকে জানানোর পরে বিস্মিত হয়ে গিয়েছিলেন স্কাই। সূর্য বলেছেন, ‘আমার বাবা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয়। বাবাকে আমাকে দলের তালিকাটা পাঠিয়ে দেন। সঙ্গে বার্তা দেন, যেন আমি চাপে না পড়ি।’ এরপর সূর্য আরও বলেন, ‘টিম লিস্ট দেখে আমি চোখ বুজে নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘এটা কি সত্যি!’ দারুণ একটা অনুভূতি হয়েছিল ভারতীয় দলের সহ অধিনায়ক হয়ে।’ 

আরও পড়ুন: Boxing Day Test: ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’! প্রোটিয়াসরা এক ইনিংস ও ১৮২ রানে হারতে ভারতের কতটা সুবিধা হল? জেনে নিন

আরও পড়ুন: IND vs PAK Test: ফের বাইশ গজে ‘মাদার অফ অল ব্যাটেল’! মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ

নতুন এই দায়িত্ব পেয়ে কী ভাবছেন সূর্য? তিনি বলেন, ‘আমাকে যে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি। আমার মনে হয়, এই বছরটা যেভাবে খেলেছি, তারই পুরস্কার পেলাম। এই দায়িত্ব সামলাতে এখন মুখিয়ে আছি। তাছাড়া আমি সব সময় দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি। চাপ সামলাতেও তৈরি থাকি। মাঠে নামলে আমি সব সময় খেলাটা উপভোগ করার চেষ্টা করি। অতিরিক্ত ভাবনাচিন্তা করতে ভালবাসি না।’ 

২০২২ সাল টিম ইন্ডিয়ার জন্য ভালো না গেলেও, বাইশ গজে দারুণ সময় কাটিয়েছেন সূর্য। এখনও পর্যন্ত ৪২টি ম্যাচে করেছেন ১৪০৮ রান। গড় ৪৪। স্ট্রাইক রেট ১৮০.৯৭। সঙ্গে রয়েছে দুটি শতরান ও ১২টি অর্ধ শতরান। এখন নতুন বছর বাড়তি দায়িত্ব নিয়ে স্কাই বাইশ গজে কতটা উত্তাপ ছড়ান সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version