বাড়ছে অপরাধের সংখ্যা, হাঁসখালি থানার রামনগর গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল।

 

পুলিশ ক্যাম্প

হাইলাইটস

  • হাঁসখালি থানার রামনগর গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল বুধবার।
  • স্থানীয় বাসিন্দারা মূলত ভোটার কার্ড, আধার কার্ড বা কোনও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়া, মোবাইল হারিয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের লঘু অপরাধের নালিশ করতে পারবেন এই ক্যাম্প থেকে।
  • এলাকায় নতুন পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
হাঁসখালি থানার (Hanskhali Police Station) রামনগর গ্রামে নতুন পুলিশ ক্যাম্পের (Police Camp) উদ্বোধন হল বুধবার। রানাঘাট (Ranaghat) পুলিশ জেলার সুপার কে কান্নান এই পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা মূলত ভোটার কার্ড (Voter Card), আধার কার্ড (Aadhar Card) বা কোনও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়া, মোবাইল হারিয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের লঘু অপরাধের নালিশ করতে পারবেন এই ক্যাম্প থেকে। এলাকায় নতুন পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে এদিন রানাঘাট (Ranaghat) পুলিশ জেলার পুলিশ সুপার জানান, রামনগর বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী একটি গ্রাম। আইন শৃঙ্খলাজনিত কোনও সমস্যা হলে তাঁদের ডায়েরি করতে বা তা জানাতে গেলে ১২ কিলোমিটার দূরে হাঁসখালিতে যেতে হত। এখন রামনগর বড় চুপড়িয়া 1 ও 2 এবং গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকার অধিবাসীবৃন্দ এই ক্যাম্পে এসে আধার কার্ড, ভোটার কার্ড ও মোবাইল হারিয়ে গেলে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু বড় ধরনের শৃঙ্খলা জনিত সমস্যার ক্ষেত্রে তাদের এখন হাঁসখালি থানাতে গিয়েই এফআইআর করতে হবে। এই ফাঁড়ি পরবর্তীকালে থানা হতে পারে সেই চেষ্টাও থাকবে।

Nadia Hanskhali : ফের নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী
স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পুলিশ ক্যাম্পের। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ার স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষজন। বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রাম এলাকায় জঙ্গি বা দুষ্কৃতিকারীরা ঢুকে যাতে কোন গণ্ডগোল পাকাতে না পারে তা দেখার ক্ষেত্রে এই পুলিশ ক্যাম্প ব্যবস্থা নিতে পারবে বলে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, হাঁসখালি থানা এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ডের খবর মাঝেমধ্যেই উঠে আসে। গত
এপ্রিলের মাঝামাঝি সময়ে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা গোটা রাজ্যে তোলপাড় ফেলে দেয়।

Hanskhali Murder: ডিভোর্সের আগের রাতে গুলি করে খুন স্ত্রীকে, চাঞ্চল্য হাঁসখালিতে
এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হয় বছর চোদ্দোর এক কিশোরীকে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেই রাতেই মৃত্যু হয় কিশোরীর। দেহ জবরদস্তি জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার পাঁচ দিন পর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে তৃণমূল নেতার ছেলের নাম ওঠে আসে। তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে। পরে বদল করা হয় হাঁসখালি থানার (Hanskhali Police Station) ওসি মুকুন্দ চক্রবর্তীকে। হাঁসখালি থানা থেকে তাঁকে গাঙনাপুর থানায় বদল করা হয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version