বড় দিনের ছুটি কাটিয়ে অবশেষে শহরে ফিরলেন লাভ বার্ডস কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)। এদিনও টুইনিং করলেন কিয়ারা-সিড। এয়ারপোর্ট লুকের জন্যে বেছে নিলেন হোয়াইট অ্যাথলেজার। কিয়ারা সিডের থেকে নজর ফেরাতেই লেন্সবন্দি হলেন মৌনী এবং সুরজ নাম্বিয়ার। এঁরা আবার টুইনিং করলেন কালোয়। পিছিয়ে থাকলেন না আহান শেট্টিও (Ahan Shetty)। তিনিও গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন ছুটি কাটাতে। ধীরে ধীরে আবার জমজমাট হতে শুরু করেছে মুম্বই। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।