Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 4 Jan 2023, 7:10 pm

এবার রাজ্যেও ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্টের থাবা। সূত্রের খবর, আক্রান্ত হয়েছেন চার জন। রইল বিস্তারিত তথ্য

 

হাইলাইটস

  • ওমিক্রনের নতুন রূপ নিয়ে উদ্বেগ বাড়ছিল।
  • BF.7 চিনে একপ্রকার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
  • এবার এই বাংলাতেও পাওয়া গেল কোভিডের এই ভ্যারিয়্যান্টের হদিশ। সূত্রের খবর, রাজ্যেও চার জন করোনার এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছিলেন।
ওমিক্রনের নতুন রূপ নিয়ে উদ্বেগ বাড়ছিল। BF.7 চিনে একপ্রকার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবার এই বাংলাতেও পাওয়া গেল কোভিডের এই ভ্যারিয়্যান্টের হদিশ। সূত্রের খবর, রাজ্যেও চার জন করোনার এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছিলেন। জানা গিয়েছে, গত বছর ডিসেম্বরের একেবারে গোড়ায় নদিয়ার একই পরিবারের তিন জন এবং মাঝামাঝি সময়ে একজন করোনায় আক্রান্ত হন। তাঁদের সামান্য সর্দি কাশি হয়েছিল। এরপরেই তাঁরা কোভিড পরীক্ষা করান। সেখানেই জানা যায় তাঁরা কোভিড পজিটিভ। এরপর জিনোম সিকোয়েন্সিংয়ে জানা যায়, তাঁদের দেহে থাবা বসিয়েছে করোনার BF.7 ভ্যারিয়্যান্ট। কীভাবে তাঁদের দেহে এই ভ্যারিয়্যান্ট প্রবেশ করল? প্রাথমিকভাবে যেই তথ্য পাওয়া যাচ্ছে তা মোতাবেক বিদেশ ফেরত ছিলেন তাঁরা। যদিও তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেকেই কোভিড নেগেটিভ বলে জানা যাচ্ছে।

Covid Vaccine : কোভিড মোকাবিলায় কেন্দ্রের পাশে সেরাম, বিনামূল্যে কোভিশিল্ড দেওয়ার সিদ্ধান্ত সংস্থার
এই বিষয়টি নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ৩ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সেই দিনের আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৮ জন এবং করোনা থেকে মুক্তি পেয়েছিলেন ৫ জন। কোভিডে সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ। উল্লেখ্য, BF.7 ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আর এই ভ্যারিয়্যান্ট অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে সংক্রামক বলেই জানাচ্ছিলেন বিশেষজ্ঞদের একাংশ। চিনের কোভিড পরিস্থিতি সামনে আসার পর ভারতেও উদ্বেগ বাড়ছিল। এই ভ্যারিয়্যান্টের আর ভ্যালু ১০ থেকে ১৮.৬। অর্থাৎ একজন আক্রান্ত ১৮ থেকে ১৯ জনকে সংক্রামিত করতে পারে।

Covid India Latest News: চিন ফেরত মাদুরাইয়ের মহিলার দেহে মিলল ভাইরাস, বাড়ল উদ্বেগ
এই প্রসঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। মাস্ক পরা নিয়ে কোনও কড়া নিয়ম জারি না করলেও দু’জনেই সাধারণ মানুষকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখার কথা বলেছিলেন। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় প্রত্যেক কোভিড পজিটিভের জিনোম সিকোয়েন্সিং বাধ্যতামূলক। কোভিড পজিটিভ হলেও তাঁরা কোন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন তা জানার জন্যই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা আশ্বাস দিচ্ছেন, দেশে কোভিড টিকা পেয়েছেন সিংহভাগ। ফলে কোভিডের সঙ্গে লড়াই করার ক্ষমতা তাঁদের অনেকাংশে বেশি। পাশাপাশি কোভিডের বুস্টার ডোজও নতুন ঢেউ আসা ঠেকাতে সাহায্য করবে বলেই মন্তব্য বিশেষজ্ঞদের।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version