তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ওপার বাংলার নায়িকা অপু বিশ্বাস। এই নিয়ে বিতর্ক শুরু।
হাইলাইটস
- কয়েক লাখ টাকা খরচ করে নিজের জন্মদিনে পার্টি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
- সেখানের নিমন্ত্রিত ছিলেন প্রায় পাঁচ হাজার জন।
- তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসও।
হুমায়ুন কবির জানিয়েছেন, প্রতি বছর ঘটা করেই তিনি তাঁর জন্মদিন পালন করেন। অন্যান্য বারে আরও বেশি মানুষ নিমন্ত্রিত থাকে। মঙ্গলবার ৬০ বছরে পা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সেই উপলক্ষেই ভরতপুরের সালারে প্রায় পাঁচ হাজার মানুষের খাওয়াদাওয়ার বিরাট আয়োজন করা হয়। রাতভর হয় নাচ, গান, নানা অনুষ্ঠান। সেখানে ৬০ পাউন্ড ওজনের কেক কাটেন হুমায়ুন। সেটির দাম প্রায় ৩৫ হাজার টাকা। রাতের মেনুতে ছিল বিরিয়ানি, মাটন সহ আরও অনেক লোভনীয় পদ।
এই পার্টিতেই ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। বিধায়কের জন্মদিনে এই এলাহি আয়োজন এবং বাংলাদেশের অভিনেত্রীর অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন মুর্শিদাবাদ জেলার বিরোধী দলের নেতারা। যদিও সব কিছু উড়িয়ে দিয়েছেন বিধায়ক । তাঁর দাবি, ”এটা ভরতপুরবাসীর কাছে নতুন লাগতে পারে কিন্তু মাণিক্যহার নারকেলডাঙায় প্রতিবছর আমার জন্মদিন পালন করা হয় এভাবেই।” উল্লেখ্য, কিছুদিন ধরেই অপু বিশ্বাস আলোচনার কেন্দ্রে ছিলেন। শাকিব খানের সঙ্গে বুবলির বিয়ের কথা সামনে আসার পর এক একবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ