জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশরম রং -গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক দানা বাঁধে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের পাঠান নিয়ে। গানে গেরুয়া বিকিনি পরেছেন নায়িকা। আর তাতেই নাকি ক্ষুণ্ণ হয়েছে হিন্দুত্ববাদীদের ভাবাবেগ। এমনকী ‘পাঠান’ ছবিকে অশ্লীল বলেই দাগিয়ে দিয়েছেন দেশের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন। এখানেই শেষ ওঠে কিং খানের এই ছবি বয়কটের দাবিও ওঠে। এবার গুজরাতে বজরং দলের রোষের মুখে পাঠান। যদিও পাঠান মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি। 

আরও পড়ুন, Shah Rukh Khan: শাহরুখকে ‘অবসর’ নেওয়ার পরামর্শ, ট্রোলারকে জবরদস্ত জবাব পাঠানের

আহমেদাবাদের এক মলে প্রচারের জন্য লাগানো হয়েছিল শাহরুখ-দীপিকার পোস্টার, কাটআউট। সেখানে গিয়েই তাণ্ডব চালালো হিন্দুত্ববাদী দল। ভেঙে গুড়িয়ে দেওয়া হল কাটআউট, ছিঁড়ে ফেলা হল পোস্টার। পাঠানের পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি তারা প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ারও হুঁশিয়ারি দেন। এর আগে বহু জায়গায় এই গানের প্রতিবাদে সভা আয়োজিত হয়েছে। এমনকি ছবির নায়ক শাহরুখের কুশপুতুলও পোড়ানো হয়েছে। 

বজরং দলের কর্মীদের একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের একটি মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে পাঠান-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে।বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। পা দিয়ে পিষে দিতে থাকে শাহরুখ-দীপিকার কাটআউট।

প্রসঙ্গত, এই বছরটা শাহরুখের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। দীর্ঘ ৪ বছর বড়পর্দায় আসতে চলেছে তাঁর ছবি। ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। আপাতত তাঁর ফ্যানেরা রয়েছে ‘পাঠান’এর অপেক্ষায়। আগামী ১২ জানুয়ারি আসছে পাঠানের ট্রেলার।  

আরও পড়ুন, Urfi Javed| Besharam Rang: বিজেপি নেত্রীকে জবাব! ‘বেশরম’ গেরুয়া ড্রেসে সাহসী উর্ফি…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version