West Bengal News : চলো একটা সেলফি হয়ে যাক ! ভ্রমণ স্থান, অনুষ্ঠান বাড়ি হোক বা আড্ডায় হাল ফ্যাশনের এই রীতি এখন আবশ্যিক। কিন্তু সেটা যদি হয় দুই বিরোধী দলের রাজনৈতিক সদস্যের মধ্যে। পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় প্রকাশ্য সখ্যতা বোধহয় ততোটা গ্রহণযোগ্য নয়। সেরকমই ঘটনা বসিরহাটে (Basirhat)। তৃণমূল বিধায়ক সঙ্গে BJP নেতার সেলফি নিয়ে আলোচনা তুঙ্গে জেলায়।

Trinamool Congress : প্রতিষ্ঠা দিবসেই সুখবর, বাগনানে বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান ৪০০ কর্মীর
তৃণমূল বিধায়কেরকে (TMC MLA) নিয়ে সেলফি BJP জেলা কনভেনারের। আর তাতেই শুরু রাজনৈতিক চাপানউতোর। কর্মী সমর্থকদের মুখে কুলুপ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের (Basirhat) দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় সঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলা BJP-র কনভেনার শান্তনু চক্রবর্তী, BJP কর্মী বুদ্ধদেব ঘোষ সহ সমর্থকরা এক ফ্রেমে সেলফি তোলেন। BJP কর্মীদের নিজস্ব ফেসবুক থেকে সেই ছবি ভাইরাল হয়। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা।

Bankura News : বাঁকুড়ায় উলটপূরাণ! বিডিও-আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হুমকি তৃণমূল নেতার
জানা গিয়েছে, বসিরহাট পুরসভার (Basirhat Municipality) ১১ নম্বর ওয়ার্ড একটি বাড়িতে চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল। সেখানে তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। সেখানেই দেখা যায় বসিরহাট সাংগঠনিক জেলার BJP নেতা-কর্মী সমর্থকদেরও। বিধায়ককে দেখে BJP-র নেতা-কর্মীরা নিজেদের সেলফোন দিয়ে ছবি তুলে নিজেরদের ফেসবুক থেকে সেই ছবি পোস্ট করেন। ব্যাস ! এরপরেই রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায়। বিষয়টি নিয়ে BJP-র নেতৃত্ব কোনও কথা বলতে চাইছে না। এমনকি যাঁরা ছবি তুলেছেন তারাও মিডিয়ার সামনে আসতে নারাজ। তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, “আমি সকলের বিধায়ক। আমি চড়ুইভাতী অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কে ছবি তুলেছে না তুলেছে জানি না। যাঁরা করেছে তাঁরা BJP কর্মী, তাঁদের নিজস্ব ফেসবুক থেকে ছবি ভাইরাল করেছে। আমরা চাই, বসিরহাটে উন্নয়নে সবাই এগিয়ে আসুক। তাঁরা কেন ছবি তুলেছেন, তাঁরাই বলতে পারবেন।”

Uttar 24 Pargana : পুলিশকে মার-থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি! বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের
দুই যুযুধান পক্ষের মধ্যে রাজনৈতিক দূরত্ব কল্পনাতীত। তবে রাজনীতির ঘেরাটোপ সরিয়ে রেখে সামাজিক অনুষ্ঠানে প্রত্যেককে সৌজন্যের বার্তা দেবেন এই সংস্কৃতির দেখা মেলা ভার এ রাজ্যের রাজনীতিতে। গত বছর দুর্গাপুজোর সময় একাধিক জায়গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় একাধিক তৃণমূল এবং BJP নেতাদের। সেই নিয়েও জলঘোলা শুরু হয় রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবারের ঘটনাতেও শুরু হয়েছে গুঞ্জন। তবে অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে বিভিন্ন রাজনৈতক দলগুলি সৌজন্যতা দেখালে রক্তক্ষয়ী নির্বাচন দেখার সম্ভাবনা অনেকটাই কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version