West Bengal Local News: কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলি আসরে নেমে পড়েছে। জেলায় জেলায় চলছে সভা-সমাবেশ। এরমধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। গাজোলের সভা থেকে BJP-কে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন এই তৃণমল নেতা। বিজেপি নেতাদের পচা পুকুরে চুবিয়ে রাখার নিদান দিয়েছেন তিনি। জেলা তৃণমূলের (Trinamool Congress) শীর্ষস্তরের এই নেতার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোর পড়ে গিয়েছে। সম্প্রতি মালদার গাজোলে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তারই পালটা বৃহস্পতিবার গাজোলে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখান থেকে বিজেপি নেতাদের উদ্দেশে এই মন্তব্য করেন আব্দুর রহিম বক্সি। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে বিজেপি।
গাজোলের সভা থেকে আব্দুর রহিম বক্সি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কিন্তু, এই সরকারকে ফেলে দেওয়ার জন, বদনাম করার জন্য মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে একটি দল। যে বিজেপি নেতারা জাত পাতের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে, গাজোলের মাটি, মালদার মাটি, তাদেরকে ছেড়ে কথা বলবে না। মালদার মাটি তাদেরকে ছেড়ে কথা বলবে না। গাজোলে যে পুকুরগুলো আছে সেই পুকুরের পচা জলে সেই ধাপ্পাবাজ নেতাদের ধরে সেখানে চুবিয়ে চুবিয়ে জল চুবানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। গাজলের মানুষ ধাপ্পাবাজদের ছেড়ে দেবে না। যাঁরা বিশ্বাসঘাতক, মীরজাফর তাদেরকে ছেড়ে কথা বলবে না। তাঁদের আগামী দিনে ধরে ধরে পুকুরে জল খাওয়াতে হবে। পুকুরের জল থেকে চোখ তুলে ওপরে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাসবে। সরকারের উন্নয়ন চোখে দেখতে পাবে।’
গাজোলের সভা থেকে আব্দুর রহিম বক্সি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কিন্তু, এই সরকারকে ফেলে দেওয়ার জন, বদনাম করার জন্য মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে একটি দল। যে বিজেপি নেতারা জাত পাতের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে, গাজোলের মাটি, মালদার মাটি, তাদেরকে ছেড়ে কথা বলবে না। মালদার মাটি তাদেরকে ছেড়ে কথা বলবে না। গাজোলে যে পুকুরগুলো আছে সেই পুকুরের পচা জলে সেই ধাপ্পাবাজ নেতাদের ধরে সেখানে চুবিয়ে চুবিয়ে জল চুবানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। গাজলের মানুষ ধাপ্পাবাজদের ছেড়ে দেবে না। যাঁরা বিশ্বাসঘাতক, মীরজাফর তাদেরকে ছেড়ে কথা বলবে না। তাঁদের আগামী দিনে ধরে ধরে পুকুরে জল খাওয়াতে হবে। পুকুরের জল থেকে চোখ তুলে ওপরে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাসবে। সরকারের উন্নয়ন চোখে দেখতে পাবে।’
তৃণমূল জেলা সভাপতির এহেন মন্তব্যের পালটা সুর চড়িয়েছে বিজেপি। মালদা জেলা বিজেপির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘সংবাদমাধ্যমে শুনলাম তৃণমূল জেলা সভাপতি বিজেপিকে পুকুরে ছুড়ে ফেলার কথা বলেছেন। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ এনেছেন। তৃণমূল ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে যে দুর্নীতি করেছে, মানুষ জেনে গিয়েছে যে এই সরকার চোরদের সরকার। চাল থেকে বালি, গোরু থেকে চাকরি সব চুরি করেছে এই সরকার। আগামী দিন মহাসাগরে মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলে দেবে। তৃণমূলকে সরকার থেকে না সরানো অবধি বিজেপির সংগ্রাম চলবে। এমন মন্তব্যের জন্য তৃণমূল সভাপতিকে ধিক্কার জানাই।’
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… মালদার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।