১ কোটি টাকা জিতলেন আসানসোলের এক মহিলা পুতুল হাঁড়ি। কোটি টাকা দিতেই জানালেন স্বপ্নপূরণের কথা।
হাইলাইটস
- সংসার চালাতে অপরের বাড়িতে কাজ করতে হত।
- কিন্তু, রাতারাতি ভাগ্যের চাকা বদলে গেল আসানসোলের পুতুল হাঁড়ির।
- শনিবার তিনি 1 কোটি টাকার লটারি জিতেছেন।
তাঁর কথায়, “আমি ঋণের হাত থেকে বাঁচার জন্য আরও অর্থ উপার্জন করতে চাইছিলাম। তাই কৌতুহল থেকেই ৩০ টাকা দিয়ে ৫টি লটারি কেটেছিলাম। কিন্তু, সেই লটারিতে যে আমার ভাগ্য খুলে যাবে তা ভাবতেও পারিনি। জানতে পারি ওই ৩০ টাকার লটারি দিয়েই আমি কোটিপতি হয়েছি।” এদিকে কোটি টাকা জয়ের পরেই তিনি সুরক্ষার জন্য থানায় দৌড়ান। লটারির টাকা দিয়ে কী করবেন? এই প্রসঙ্গে পুতুল বলেন, “’আমাদের প্রচুর টাকা ঋণ। সেই ঋণ আগে শোধ করতে হবে। আমাদের ছোট্ট টালির বাড়ি বলে কোনও আত্মীয়রা আসতে চান না। আগে বাড়িটাকে একটু বড় করব। ছেলেটাও অসুস্থ। ওকে ভালোভাবে চিকিৎসা করাব। মেয়েকেও আর্থিকভাবে সাহায্য করতে চাই। আমিও এবার নিজের পায়ে দাঁড়াতে চাই। আর সেই কারণে একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছিলাম।”
এই মধ্যবিত্ত পরিবারে লটারি জয়ের পর কার্যত আনন্দের ঢেউ উঠেছে। রাতারাতি হাবভাব বদলে গিয়েছে প্রতিবেশীদেরও। পুতুলের এক প্রতিবেশীর কথায়, “এই পরিবারকে দীর্ঘদিন ধরে দেখে আসছি। অভাবের সংসার। এই লটারির টাকায় যদি কয়েকটা মানুষের জীবন বাঁচে সেক্ষেত্রে সমস্যা কোথায়! আমরা ওর জন্য অত্যন্ত খুশি।” উল্লেখ্য, সম্প্রতি লটারি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
