সূত্রের খবর, এদিন তপসিয়া এলাকায় অভিযানে প্রায় দেড় লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ জাল নোট ধরা পড়ায় চাঞ্চল্য শহরে। জানা গিয়েছে, ওই জাল নোট পাচারের চেষ্টা করছিলেন ওই অভিযুক্ত। তাঁর নাম রফিকুল শেখ। তাঁর কাছ থেকে ওই বিপুল পরিমাণ নকল নোট উদ্ধার হয়। বহুদিন ধরেই তার উপর নজর ছিল পুলিশের।
উল্লেখ্য, ওই ব্যক্তিকে এর আগেও জাল নোট (Fake Currency) সহ গ্রেফতার করেছিল পুলিশ। সেসময় সে সাজাও খাটে। সেই মামলা শেষ হতে না হতেই ফের জাল নোট সহ গ্রেফতার অভিযুক্ত।
প্রসঙ্গত, রাজ্যে বেড়েই চলেছে জাল নোটের কারবার। গত ২৮ ডিসেম্বরই ক্যানিং থেকে বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা (Canning Police Station) এলাকার তালদি বাস স্ট্যান্ডের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে জালনোট সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, জাল নোট বাজারে চালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ (Canning Police Station)। ঘটনায় জালনোট সহ হাতেনাতে ধরা হয় তাদের। ধৃতদের নাম সইফুদ্দিন গাজি এবং আবদুর রহমান হালদার ওরফে মনি। ধৃতদের বাড়ি ক্যানিংয়ের পূর্ব বয়ারসিং এবং শিবনগর এলাকায়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।