Produced by Suman Majhi | Lipi | Updated: 9 Jan 2023, 10:26 pm

হাওড়া শ্যামপুর মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানালা ভেঙে চুরির চেষ্টা। ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ।

 

শ্যামপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা

হাইলাইটস

  • সাতসকালে ব্যাঙ্ক খুলেই চক্ষু চড়কগাছ ব্যাঙ্ক কর্মীদের!
  • ব্যাঙ্কের ভিতরে অনেক দরকারি নথি, কাগজ পত্র ওলটপালট অবস্থায় রয়েছে।
  • খবর দেওয়া হয় শ্যামপুর থানার।
West Bengal News : সাতসকালে ব্যাঙ্ক (Bank) খুলেই চক্ষু চড়কগাছ ব্যাঙ্ক কর্মীদের! ব্যাঙ্ক (Bank) খুলেই কর্মীরা বুঝতে পারেন। সব কিছু স্বাভাবিক নেই। ব্যাঙ্কের ভিতরে অনেক দরকারি নথি, কাগজ পত্র ওলটপালট অবস্থায় রয়েছে। ব্যাঙ্ক কর্মীদের আর বুঝতে অসুবিধে হয়নি যে ব্যাঙ্কের ভিতরে চুরির (Theft) চেষ্টা চলেছে। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয় ব্যাঙ্ক থেকে। শ্যামপুর থানার (Shyampur Police Station) পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নামে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামপুরে (Shyampur)। রবিবার রাতের এই ঘটনার পর সোমবার গ্রাহক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও এই ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

Paschim Medinipur : বছরের প্রথম দিনেই বাড়ি ফাঁকার সুযোগে একের পর এক চুরি-ডাকাতির ঘটনা পশ্চিম মেদিনীপুরে
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দুষ্কৃতীরা শ্যামপুর মোড়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানালা ভেঙে চুরির চেষ্টা করে। সোমবার সকালে ব্যাঙ্কের কর্মীরা ব্যাঙ্কে আসলে বিষয়টি তাদের নজরে পড়ে। এদিন ব্যাঙ্কে এই ঘটনার পর তদন্তের স্বার্থে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং এই মর্মে গেটে নোটিশ টাঙিয়ে দেয়। পুলিশ প্রশাসন সূত্রে খবর, ঘটনায় ব্যাঙ্ক এবং আশেপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।

Paschim Medinipur : গৃহকর্তার নাম ধরে ডেকে সাড়া মিলতেই বাড়িতে ঢুকল দুষ্কৃতীরা! রোমহর্ষক ঘটনা খড়গপুরে
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “ব্যাঙ্কটির কাছেই আমার বাড়ি। কিন্তু রবিবার রাতে সেইরকম কিছু অস্বাভাবিক ব্যাপার এখানে আমাদের কারোরই মনে হয়নি। কোনোরকম আওয়াজও পাইনি। হতে পারি গভীর রাতে এই কাণ্ড ঘটেছে। কারণ শীতের রাতে খুব জরুরী দরকার ছাড়া কেউই বাইরে থাকেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

Baguiati Fire Incident : বাগুইআটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি
কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের বিএসএনএল অফিসে (BSNL Office) দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Robbery) ঘটে। গভীর রাতে অফিসে ঢুকে দুই BSNL কর্মীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর অফিসের তালা ভেঙে লুটপাট চালায় ডাকাত দল। ডাকাত দল চম্পট দিতেই কোনও মতে হাতের বাঁধন খুলে পুলিশকে খবর দেওয়া হলে ভোর রাতে কাঁকসা থানার (Kanksa Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পরেই কাঁকসার বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের খবর দেওয়া হলে ভোর বেলায় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ধরতে পারলেও ডাকাত দলের কাউকে ধরতে পারেনি। মঙ্গলবার সকালে অফিস খুলতেই ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version