কলকাতায় তাপামাত্রা কত (Kolkata Temperature)?
সামান্য বাড়ল সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পর্যন্ত এভাবেই সামান্য বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহষ্পতিবার থেকে ফের একবার পারা পতন হবে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের আমেজ ভরপুর বজায় রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গেও চলছে শীতল দিন। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে পার্বত্য জেলাগুলি। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শীতল দিনের পরিস্থিতি। কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং, কালিম্পঙেমাঝারি থেকে ঘন কুয়াশা।
কোন জেলায় কত তাপমাত্রা?
আসানসোল- ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ৯ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১০.২ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং- ৭.২ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ৬.৪ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ৯ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১২.৫ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১০.৪ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ৯.২ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১১.৬ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৩ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১২.৫ ডিগ্রি সেলসিয়াস
ভিন রাজ্যের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা জানাচ্ছে মৌসম ভবন। এর প্রভাবে চরম শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে দেশের বেশিরভাগ অংশে। বৃষ্টি এবং প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন এলাকায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজস্থান, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তরপ্রদেশের একাংশে চরম শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি। শৈত্যপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ, বিহারের, ঝাড়খণ্ড এবং উত্তর ওডিশার কিছু অংশে। ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বিহার সহ সিকিমে। গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু অংশে।