Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 11 Jan 2023, 4:19 pm

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট ইস্যুতে এখনও অচলাবস্থা অব্যাহত হাইকোর্টে। কী জানাল বার অ্যাসোসিয়েশন?

 

Calcutta High Court : কলকাতা হাইকোর্ট। ফাইল ফটো

হাইলাইটস

  • বিচারপতি রাজাশেখর মন্থার এজলাস বয়কটের ঘটনায় লাগাতার সমালোচনার মুখে বার অ্যাসোসিয়েশন।
  • লিখিত দাবি রাখল বার অ্যাসোসিয়েশন।
  • বার অ্যাসোসিয়েশনের লিখিত দাবিতে উল্লেখ নেই বয়কট প্রসঙ্গের।
বিচারপতি রাজাশেখর মন্থার (Jutice Rajasekhar Mantha) এজলাস বয়কটের ঘটনায় লাগাতার সমালোচনার মুখে পড়তে হচ্ছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে (Calcutta High Court Bar Association)। সেই সমালোচনার মুখে এবার পদক্ষেপ গ্রহণ করল বার। বয়কটের কথা উল্লেখ না করে, সাম্প্রতিক কিছু আইনজীবী, বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছেন বলে জানানো হয়। এই ঘটনাপ্রবাহ বার অ্যাসোসিয়েশন সমর্থন করে না বলেও উল্লেখ করা হয় এদিন। কেউ ব্যাক্তিগত বা রাজনৈতিক কারণে কোনো সমস্যা তৈরির চেষ্টা করলে বার তাকে সমর্থন করে না বলেও লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ি বা ব্যাগ পত্র রাখার জন্য ঘরের ব্যবস্থা এখনও কেন করা হচ্ছে না, কিংবা নতুন বিল্ডিংয়ে এজলাস কেন সরিয়ে নিয়ে যাওয়া হল? এই সমস্ত বিষয়গুলির উল্লেখ করে প্রতিবাদ জানানো হল। আগামী সাতদিনের মধ্যে পদক্ষেপ করার সময় বেঁধে দিল বার অ্যাসোসিয়েশন। যদি এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ স্থির করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বারের তরফে। আর এখানেই আইনজীবীদের একাংশ মনে করছেন বয়কট ইস্যুতে গা বাঁচাতেই বার অ্যাসোসিয়েশন এই পদক্ষেপ করেছে।

Justice Rajasekhar Mantha : বিচারপতি মান্থার এজলাস ঢুকতে ‘বাধা’, আদালত আবমাননার রুল জারির প্রথম পদক্ষেপ হাইকোর্টে
প্রসঙ্গত, বিচারপতি মান্থার এজলাস বয়কটের ঘটনায় বারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এই অবস্থায় আইনজীবীদের স্বার্থ ও দাবিদাওয়া নিয়ে হাইকোর্টের উপর নতুন করে চাপ বাড়ানোর কৌশল গা বাঁচানো বলেই মনে করছেন বিরোধী পক্ষের আইনজীবীদের একাংশ। বুধবার দুপুরে বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা ডেকে কিছু সিদ্ধান্ত নেয়। এরপর সেই দাবিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

Justice Rajasekhar Mantha: বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ-এজলাস বয়কট! প্রতিবাদে সরব কংগ্রেস
অন্যদিকে, ফের একবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে দুঃখপ্রকাশ করলেন এজি। বিচারপতি মান্থার এজলাসে মিছিল সংক্রান্ত মামলার শুনানিতে এসে এদিন তিনি বলেন, “বিক্ষোভের ঘটনায় আমি দুঃখিত। আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলেছি। তারা চায় মামলায় অংশ নিতে। বারের বেশিরভাগ আইনজীবীরাই যোগদানের পক্ষে। আমি একা সব মামলায় তো হাজিরা দিতে পারি না। তবে তারা আশ্বাস দিয়েছেন, মামলায় অংশগ্রহণের পক্ষেই রয়েছেন অধিকাংশ।” জবাবে বিচারপতি মান্থা বলেন, “রাজ্যের আইনজীবীরা আসছেন না কেন? বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা আমি স্থগিত করে রেখেছি। বিচারপ্রার্থীদের কথা ভাবতে হবে। দেখা যাক কাল কী হয়।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version