বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট ইস্যুতে এখনও অচলাবস্থা অব্যাহত হাইকোর্টে। কী জানাল বার অ্যাসোসিয়েশন?
হাইলাইটস
- বিচারপতি রাজাশেখর মন্থার এজলাস বয়কটের ঘটনায় লাগাতার সমালোচনার মুখে বার অ্যাসোসিয়েশন।
- লিখিত দাবি রাখল বার অ্যাসোসিয়েশন।
- বার অ্যাসোসিয়েশনের লিখিত দাবিতে উল্লেখ নেই বয়কট প্রসঙ্গের।
প্রসঙ্গত, বিচারপতি মান্থার এজলাস বয়কটের ঘটনায় বারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এই অবস্থায় আইনজীবীদের স্বার্থ ও দাবিদাওয়া নিয়ে হাইকোর্টের উপর নতুন করে চাপ বাড়ানোর কৌশল গা বাঁচানো বলেই মনে করছেন বিরোধী পক্ষের আইনজীবীদের একাংশ। বুধবার দুপুরে বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা ডেকে কিছু সিদ্ধান্ত নেয়। এরপর সেই দাবিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ফের একবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে দুঃখপ্রকাশ করলেন এজি। বিচারপতি মান্থার এজলাসে মিছিল সংক্রান্ত মামলার শুনানিতে এসে এদিন তিনি বলেন, “বিক্ষোভের ঘটনায় আমি দুঃখিত। আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলেছি। তারা চায় মামলায় অংশ নিতে। বারের বেশিরভাগ আইনজীবীরাই যোগদানের পক্ষে। আমি একা সব মামলায় তো হাজিরা দিতে পারি না। তবে তারা আশ্বাস দিয়েছেন, মামলায় অংশগ্রহণের পক্ষেই রয়েছেন অধিকাংশ।” জবাবে বিচারপতি মান্থা বলেন, “রাজ্যের আইনজীবীরা আসছেন না কেন? বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা আমি স্থগিত করে রেখেছি। বিচারপ্রার্থীদের কথা ভাবতে হবে। দেখা যাক কাল কী হয়।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ