মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়ি ব্লকের এড়গোদা এলাকায় শিলদা মণ্ডল BJP-র পক্ষ থেকে এড়গোদা অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), ঝাড়গ্রাম জেলা BJP-র সভাপতি তুফান মাহাতো সহ জেলার একাধিক নেতৃত্ব এবং স্থানীয় BJP নেতাকর্মীরা। মঞ্চে দিলীপ ঘোষ বক্তব্য রাখার সময় বলেন, “তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করবেন তোমার বাড়িটা তিনতলা হল আমার চালটা পাকা কবে হবে? খড়ের চালে কতদিন থাকব ? বড় বড় চোখ দেখিয়ে ধমকে আমাদের বেশি দিন চালাতে পারবে না। তাই সময় আসছে। জিজ্ঞেস করুন উত্তর না দিলে কাঁঠাল গাছে বাঁধুন। গরুর দড়ি দিয়ে বাঁধবেন। কোনও ছাড়াছাড়ি নাই।”
আবাস যোজনার (Awas Yojana) কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গ তুলে ধরে দিলীপ বলেন, “আমাদের টাকা হকের টাকা। নরেন্দ্র মোদী (Narendra Modi) দিল্লি থেকে আমাদের মত গরিব লোকের জন্য পাঠিয়েছেন সেই টাকা কেউ যদি লুট করে তাকে ছাড়ার নাই। এখন সব বড় বড় নেতারা ধরা পড়ছে। বড় বড় চোখ দেখিয়ে আর চলবে না।”
এড়গোদা অঞ্চল সম্মেলন ছাড়াও দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন ঝাড়গ্রাম (Jhargram) জেলায় একাধিক কর্মসূচি করেন। এদিন সাঁকরাইল ব্লকের কুলটিকরিতে সাঁকরাইল মণ্ডল BJP এবং রোহিনী মন্ডল BJP-র সমস্ত কর্মীদের নিয়ে বৈঠক সভা করেন। তারপরেই তিনি এড়গোদা অঞ্চল সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষ করে কুলিয়ানা গ্রামে তার নিজের বাড়িতে যান। পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে গোপীবল্লভপুরে বিস্তর জনসংযোগ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোপীবল্লভপুরের বইমেলা ঘুরে দেখেন তিনি। তারপরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপীবল্লভপুর এলাকায় চা চক্রের মাধ্যমে বেশ কিছুক্ষণ আড্ডা দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।