West Bengal News : প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির ক্ষোভ এবার গিয়ে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর (Central Minister) ওপরে। রাজ্য জুড়ে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে, নাহলে সরকারী আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ সংগঠিত হতে দেখা গিয়েছে। আর এই প্রতিবাদ বিক্ষোভ বেশিরভাগ সংগঠিত করেছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP-ই। এবার সেই বিক্ষোভের আঁচ এসে লাগল BJP-র কেন্দ্রীয় মন্ত্রীর ওপরেই। বুধবার বেলা ১২টা নাগাদ মালদহ (Malda) জেলার ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত দফতরে গিয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল (Central Minister Kapil Moreswar Patil)। সেখানে গিয়েই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। দেখানো হয় কালো পতাকা। পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

Pradhan mantri Awas Yojana : আবাসে অনিয়মের অভিযোগ, BDO-র গাড়ি আটকে বিক্ষোভ শক্তিগড়ে
বিশেষ সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) এলাকায় আসার আগেই গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জটলা বেঁধেছিলেন। এঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন আবাস যোজনার (Awas Yojana) তালিকা স্থান না পাওয়া মানুষজন। কেন্দ্রীয় মন্ত্রী দফতরের সামনে আসতেই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। চলতে থাকে মুহুর্মুহু স্লোগান, গো ব্যাক ধ্বনি। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে কোনওরকম কথা বলতে দেখা যায়নি কেন্দ্রীয় মন্ত্রীকে।

Pradhan Mantri Awas Yojana : আবাসের তালিকায় ঠাঁই মেলেনি! রাস্তা অবরোধ করে বিক্ষোভ বারুইপুরে
বিক্ষোভরত এক গ্রামবাসী জানান, “আমাদের পাকা বাড়ির খুবই দরকার। কোনোমতে কাঁচা বাড়িতে দিন গুজরান করি। শীত হোক বা বর্ষা, সবেতেই সমস্যার সম্মুখীন হই। আবাস যোজনা (Awas Yojana) প্রকল্প আসাতে আশায় বুক বেঁধেছিলাম যে এবার হয়ত পাকা বাড়ি পাব, সব সমস্যার সমাধান হবে। কিন্তু তালিকায় দেখলাম নামই উঠল না।” ওই গ্রামবাসীর আরও অভিযোগ, ব্যাপক দুর্নীতি হয়েছে আবাস যোজনা তালিকাকে ঘিরে, তাই মন্ত্রীর সামনেই আজকের এই বিক্ষোভ।

PM Awas Yojana : ‘রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে’, মালদায় আবাস যোজনা নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
উল্লেখ্য, গত সোমবার রাতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল (Central Minister Kapil Moreswar Patil)। এসেই তিনি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনার নিন্দা করেছেন। মঙ্গলবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে চেপেই মালদহে আসেন তিনি। তিনি বলেন, “এমন ঘৃণ্য কাজ কোনওভাবেই কাম্য নয়। দেশের অগ্রগতিদের সবার সমান সহযোগিতা থাকা উচিত।” মালদহে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বিএসএফের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। অবশ্য মালদহ সফরের শুরুতেই যে তাঁকে এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হবে, সেই বিষয়ে তাঁর বা তাঁর দলের তেমন কোনও ধারনা ছিল না বলেই সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version