জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা বিনোদন জগতে এবারে ঘটল কুর্সি বদল। এই যেমন বাসবদত্তা আর কনীনিকার কথাই ধরুন। কোনদিনই অডিও মাধ্যমে কাজ করেননি তাঁরা। শুরু থেকেই পর্দার মানুষ। তাঁদের ক্যামেরার সামনে থেকে সোজা মাইক্রোফোনের সামনে এনে বসিয়ে দেওয়ার কাজটা করলেন শাঁওলী মজুমদার। এর আগে শাঁওলী মজুমদারের প্রযোজনায় কমেডি ছবি ‘চলো পটল তুলি’ সিনেমাটি যেখানে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ,খেয়ালি ঘোষ দস্তিদার, অরিন্দম গাঙ্গুলী চুটিয়ে অভিনয় করেছিলেন সেটি সারা জাগিয়েছিল। তবে শুধুমাত্র অডিওর জন্যে কণ্ঠের কিছু অনুশীলন তো প্রয়োজন। হ্যাঁ, তাই নির্দেশনায় এগিয়ে এলেন তিনি।

আরও পড়ুন-Roosha Chatterjee: অভিনয় ছাড়ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা…

সিরিজের নাম ‘সত্যি প্রেমের গল্প’।অফিস, কলেজ, রাস্তা বা ডিজিটাল জগতে ছড়িয়ে থাকা এমন সব অজস্র প্রেমের গল্প বলবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় আর বাসবদত্তা চট্টোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে কণীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি প্রজাপতি। ছবিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও ভাইয়ের চরিত্রে ছিলেন দেব। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে কিছুদিন আগেই নতুন ছবির ঘোষণা করেন বাসবদত্তা। বাপ্পার পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ত্রিভূজ’। তিনটি ছোট গল্প নিয়ে তৈরি হবে এই এন্থোলজি,  কিছু ডার্ক থ্রিলার গল্প থাকছে এই সিনেমায়। সেখানেই একটি গল্পে দেখা যাবে বাসবদত্তাকে।

আরও পড়ুন- Mithun Chakraborty| Chiranjeet: দেবের পর এবার চিরঞ্জিত, মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক-অভিনেতা…

প্রসঙ্গত, টলিউডের অন্যতম পরিচিত পরিচালক ইন্দ্রাশিষ আচার্য। তার পরিচালনার নতুন ছবি আসতে চলেছে খুব শীঘ্রই। ছবির নাম ‘নীহারিকা’। সেই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাঁওলী মজুমদার। তাই সব শেষে বলা যায় শাঁওলীও  নতুন বছর প্রচুর কাজ নিয়ে দর্শকদের উপহার দিতে চলেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version