West Bengal Local News: বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতে হঠাৎই হানা দেয় আয়কর দফতর। প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে আয়কর অভিযানে নগদ ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হতেই সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে হাওড়া জেলার শ্যামপুরে দেওড়া এস এন কে ও উচ্চ বিদ্যালয়ে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোচা হাওড়া গ্রামীণ জেলার উদ্যেগে আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানে জাকির হোসেনের বাড়ি আয়কর অভিযানের প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “সকালে টিভিতে দেখলাম তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিধায়ক তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে। সংবাদমাধ্যমে শুনে জানলাম সেখান থেকে ১৫ কোটি নগদ টাকা পাওয়া গিয়েছে। যাঁর বাড়িতে যাবেন সেখানে টাকা উদ্ধার হবে।”

Abhishek Banerjee: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন তৃণমূলের ইউথ আইকন অভিষেকের
নিয়োগ দুর্নীতি নিয়ে শ্যামপুরের তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে শুভেন্দু। তিনি বলেন, ‘শ্যামপুরে দালাল নেই? এখানে অন্তত ৫০০ জনকে ১২ থেকে ১৪ লাখ টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি দেওয়া হয়েছে। অপেক্ষা করুন, চোর ধরো জেল ভরো হচ্ছে। সবেতো সকাল। বসন্ত আসছে। অপেক্ষা করুন।’ শুভেন্দুর এই মন্তব্যের পিছনে নির্দিষ্ট করে কারণ ব্যাখ্যা করেননি।

Poulami Adhikari Footballer : ‘কন্যাশ্রী কাপ’ খেলবেন ‘ডেলিভারি গার্ল’ পৌলমী? পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী!
সম্প্রতি বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচিতে বাধা দিয়েছে কলকাতা পুলিশ। অনুমতি না থাকায় বিজেপির মঞ্চও খুলে দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীর ধাঁচে গঙ্গা আরতির পক্ষে সওয়াল করেন। বিজেপির কর্মসূচিকে অনুমতি না দিয়ে মমতা গঙ্গা আরতির কথা বলছেন, এই প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ভেজাল হিন্দুকে কেউ বিশ্বাস করে না। কয়েকদিন আগে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করতে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি শুনে তিনি যে অঙ্গভঙ্গি করেছেন এবং আমাদের আরাধ্য দেবতা ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মহারাজকে যিনি প্রকাশ্যে অপমান করেছেন তাতে তিনি কখনও প্রকৃত হিন্দু হতে পারেননা। অতএব উনি গঙ্গা আরতি করুন বা গঙ্গায় ঝাঁপ দিন হিন্দু ভোট উনি পাবেন না।”

Suvendu Adhikari : ‘এই শিক্ষা দেখে স্বামীজী বাংলা থেকে প্রস্থান করতেন’, মন্তব্য শুভেন্দুর

অন্যদিকে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শুভেন্দু। পরে সেখানে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। স্বামীজির বাড়িতে দাঁড়িয়ে অভিষেককে কটাক্ষ করে ‘কার্বাইডে পাকানো নেতা’ বলে তোপ দাগেন শুভেন্দু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version