বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের (Swami Vivekananada) ১৬০ তম জন্মজয়ন্তী গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। শাসকদল তৃণমূল ও বিজেপির তরফে গোটা রাজ্যে স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্বামীজির আবির্ভাব দিবসের দিনই বোমা ফাটালেন বাঁকুড়ার জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান (Soumitra Khan)। স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তুলনা টেনেই থেমে থাকেননি, বরং এক ধাপ এগিয়ে সৌমিত্র বলেন, ‘স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী হিসেবে জন্মগ্রহণ করেছন।’ বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, “স্বামীজি আমাদের কাছে কাছে ভগবানতূল্য মানুষ, ভগবান। যুব সমাজের নয়নের মণি। মাতৃবিয়োগের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেবা করছেন। তাতে আমার মনে হয় আধুনিক ভারতে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী হিসেবে জন্মগ্রহণ করেছেন।”

Bankura Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুলিশের গাড়ি, বাঁকুড়ায় আহত ৪ পুলিশকর্মী
বিষ্ণুপুরের বিজেপি সাংসদের এই মন্তব্যের পর কার্যত বাঁকুড়া জেলা জুড়ে হইচই শুরু হয়েছে। অনেকেই কটাক্ষের সুরে সৌমিত্রকে বিঁধেছেন। এই মন্তব্যের পর তৃণমূলের তরফে সৌমিত্রর উদ্দেশ কড়া প্রতিক্রিয়া এসেছে। এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘কোনও ব্যক্তি নিজেকেও বিবেকানন্দ ভাবতে পারে, আবার অন্য কাউকে বিবেকানন্দ বলতেই পারে! কিন্তু, স্বামীজির আদর্শ, বিবেকানন্দ যেভাবে বিশ্বজুড়ে সমাদৃত তাতে তাঁর সঙ্গে কারো তুলনা করা ‘মূখার্মি ছাড়া আর কিছুই নয়’। কেউ এই ধরনের কথা বলে মানুষের কাছে নিজেকে পৌঁছনোর চেষ্টা করছেন। কেউ ‘ভারতের মূক্তিদূত’ বিবেকানন্দ সম্পর্কে এসব বলে তাঁকে অপমান করা হচ্ছে। এই ধরনের কথা না বলাই ভালো। কিছু মানুষের এই ধরণের কথা বলার রুচি রয়েছে, তার এই মন্তব্য করে যাবে।’

Bharatiya Janata Party : সুকান্তর গ্রেফতারির প্রতিবাদ, আত্রেয়ীতে গঙ্গা আরতি BJP-র
অন্যদিকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কর্নাটক থেকে জাতীয় যুব দিবস অনুষ্ঠানের সূচনাও করেন প্রধানমন্ত্রী টুইটে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি লেখেন, “জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য। তাঁর জীবন সবসময় আধ্যাত্মিকতা, দেশভক্তি ও কঠোর পরিশ্রমে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর চিন্তাভাবন ও আদর্শ দেশের মানুষকে চিরকাল পথ প্রদর্শন করবে।”

Dilip Ghosh : ‘তৃণমূল নেতাদের কাঁঠাল গাছের সঙ্গে বাঁধুন…’, মন্তব্য দিলীপের
অন্যদিকে স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি লিখেছেন, “স্বামীজির শিক্ষা একের পর এক প্রজন্মকে উজ্জীবিত করেছে। তাঁর শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েই মানবজাতির জন্য কাজ করা সম্ভব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version