শনিবার ভোর থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তীতে পড়লেন নিত্যযাত্রীরা। কলকাতায় যেতে পারলেন না। জানা গিয়েছে এদিন ৩ : ৪৫ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল ক্যানিং থেকে শিয়ালদহের (Canning Sealdah Local) সপ্তাহান্তে ট্রেন চলাচলে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে শনিবার ভোররাত থেকে ট্রেন চলাচল থমকে। ভোগান্তি পড়েন বহু যাত্রী। জানা যায়, আচমকাই চম্পাহাটি স্টেশনে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে আপ ট্রেনগুলি বন্ধ হয়ে যায়। ভোররাত ৩টে বেজে ৪৫ মিনিটের ক্যানিং-শিয়ালদা লোকাল (Canning Sealdah Local Time) ছাড়ার পর চম্পাহাটি স্টেশনের পৌঁছেতই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় । তখন থেকেই একের পর এক ট্রেন বাতিল করা হয়।

Local Train Accident: শিয়ালদা দক্ষিণ শাখায় রেল লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ডায়মন্ড হারবার লোকালের
কোন কোন ট্রেন বাতিল?

জানা গিয়েছে, এদিন বাতিল হওয়া লোকালের তালিকায় রয়েছে ভোর ৪টে ৩২ মিনিট এবং ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদা লোকাল। তিন তিনটি ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়েন ওই রুটের নিত্যাযাত্রীরা। কলকাতায় আসার জন্য ট্রেন ধরতে গিয়ে সমস্যার মুখে পড়েন সকলেই। কর্মস্থলে সময়মতো পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ফের সকাল ৬টা ৫০ মিনিট থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় এই লাইনে। ওই সময় একটি ক্যানিং-শিয়ালদা আপ লোকাল ছাড়ে। স্বাভাবিক ভাবেই সেটিতে মাত্রাতিরিক্ত ভিড় হয় । অনেক যাত্রী ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারেননি।

Howrah To Tarakeswar Local Train: হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা
মাত্র কিছুদিন আগেই বড়সড় রেল দুর্ঘটনার (Train Accident) হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছিল যাত্রী বোঝাই ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah South Section) রেললাইনে বিরাট ফাটল দেখা যায়। বিষয়টি তড়িঘড়ি নজরে আসায় বরাতজোরে রক্ষা পেয়ে যায় আপ ডায়মন্ড হারবার লোকাল (Diamond Harbour local Train)। জানা যায়, শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার (Diamond Harbour) ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছাকাছি রেললাইনের বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। দুর্ভোগে পড়েন অফিস ফেরত যাত্রীরা। লাইনে ফাটলের খবর পেয়ে মেরামতির কাজে নামে রেল মেকানিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ। সাড়ে ছটা নাগাদ সম্পূর্ণ লাইন ঠিক হওয়ার পর ছেড়ে দেওয়া হয় আটকে থাকা ট্রেনগুলি ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version