এই সময়: বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা পড়ুয়াদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় করতে দেশজুড়ে উচ্চশিক্ষার পড়ুয়াদের এ বার মকর সংক্রান্তি পালনের নির্দেশ দিল ইউজিসি-এআইসিটিই। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ (ইবিএসবি) উদ্যোগ মাথায় রেখেই ইউজিসি-র সচিব রজনীশ জৈন ও এআইসিটিই-র মনোজ সিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের এই নির্দেশ দিয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠান কি মকর সংক্রান্তি, হজে অথবা ২৫ ডিসেম্বর গির্জায় যাওয়ার নির্দেশ পড়ুয়াদের দিতে পারে?’ যদিও দেশে মকর সংক্রান্তি যেখানে যে নামে পালিত হয়, ঠিক সে ভাবেই ইউজিসি-এআইসিটিই সব রাজ্যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব পালনের নির্দেশ দিয়েছে। তা নিয়ে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, পুরাতত্ত্ববিদ ও সংস্কৃত পণ্ডিতদের মত, হিন্দু ধর্মশাস্ত্র স্মৃতিগ্রন্থ অনুযায়ী, মকর সংক্রান্তির স্নানে নাকি মানুষের পুণ্য হয়! আবার সূর্য যখন মকর রাশিতে যায়, তখন উত্তরায়ণের শুরু। মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত উত্তরায়ণের ছ’মাস দেব-দেবীরা জাগ্রত থাকেন বলে কথিত। তবে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মকর সংক্রান্তি পালনেই দায়িত্ব শেষ হচ্ছে না। পালনের ছবি সমেত রিপোর্ট ইবিএসবি পোর্টালে আপলোড করতে হবে। সেই সঙ্গে সামাজিক মাধ্যম ও গুগল ফর্মের মাধ্যমেও তা ছড়িয়ে দিতে হবে।

Happy Makar Sankranti Bengali Wishes: দরজায় মকর সংক্রান্তি! WhatsApp – এ বন্ধুকে পাঠান নতুন গুড়ের মতো মিষ্টি শুভেচ্ছা
অনেকটা একই সুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘এই সময় থেকে সূর্য আমাদের কাছে আসবে। তাই আরও সুন্দর ভাবে সূর্যকে কাছে পাব আমরা।’ তাঁর সংযোজন, বাংলায় বাড়িতে পিঠে-পুলি তৈরি হয়, সংক্রান্তির আগের দিন। পরদিন সে সব খাওয়া হয়। বাড়িতে খেতে পারলে, স্কুল-কলেজে পিঠে খাওয়া যাবে না কেন? রাজ্যের নানা প্রান্তে মেলা হয়। সে সব সম্পর্কেই পড়ুয়াদের অবহিত করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মকর সংক্রান্তি পালনের নির্দেশ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মকর সংক্রান্তি পালনে কেন্দ্রীয় দুই সংস্থার নিদানে ব্রাত্যর কটাক্ষ, ‘আসলে নতুন নতুন সংবিধানের ব্যাখ্যা এখন শোনা হচ্ছে। হয় তো মনু সংহিতায় আছে!’

Makar Sankranti 2023: এই দুই পৌরাণিক ঘটনাই গুরুত্ব বাড়ায় মকর সংক্রান্তির, জানা আছে?
যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘সমস্ত বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ পাঠিয়েছে। আলোচনা করব। তবে আগে কোনওদিন এমন নির্দেশিকা দেয়নি।’ পুরাতত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কথায়, ‘একবিংশ শতাব্দীতে এ রকমের নির্দেশিকার পিছনে গভীর রাজনৈতিক তাৎপর্য ও প্ররোচনা আছে।’ সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সম্পাদক তরুণকান্তি নস্কর জানান, ‘ইউজিসি-এআইসিটিই মকর সংক্রান্তি পালনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে নির্দেশ পাঠিয়েছে, তার সঙ্গে উচ্চশিক্ষার কোনও সম্পর্ক নেই। মকর সংক্রান্তি পালন মূলতঃ, হিন্দু ধর্মীয় অনুষ্ঠান। ভারতের মতো একটি বহু ভাষাভাষী ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশে মকর সংক্রান্তি পালন কেমন করে সংস্কৃতির বন্ধন তৈরি করবে, তা বোধগম্য নয়।’ লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, যে যার বাড়িতে মকর সংক্রান্তি পালন করতেই পারে। প্রতিষ্ঠানে কীভাবে পালন সম্ভব, জানা নেই! তবে তাঁর কথায়, ‘আমি একাদশ-দ্বাদশে লেডি ব্রেবোর্নেরই ছাত্রী ছিলাম। তখন থেকে এখনও কলেজ ক্যান্টিনে কড়াইশুঁটির কচুরি, দুধ পুলি, পাটিসাপটা হতো। এখনও তাই হয়। হস্টেলের আবাসিক ছাত্রীরা এতে বাড়ির স্বাদ পায়।’

Makar Sankranti 2023: এ বছর কিসে সওয়ার হয়ে আসছে মকর সংক্রান্তি? কী করবেন, কী করবেন না? জানুন
আইফুকটোর সভাপতি ও ওয়েবকুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্যর আক্ষেপ, ‘যারা রামনবমীতে অযোধ্যায় রামের মাথায় আগে কেন সূর্যালোক পড়বে, তা দেখতে সিএসআইআরের বিজ্ঞানীদের পাঠায়, তাঁদের থেকে এর চেয়ে আর কী ভালো আশা করব?’ একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তাঁর কটাক্ষ, ‘তিনি একজন মেডিকেল সায়েন্সের লোক হয়েও এ সব অবৈজ্ঞানিক বিষয়ে এত আস্থা?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version