জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয় (Murali Vijay) এখন স্মৃতির অন্তরালে! ২০১৫ সালে শেষবার দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেলেছেন তিনি। ২০১৮ সালে শেষবার লাল বলের ক্রিকেটে পাওয়া গিয়েছে ৩৮ বছরের তামিলনাড়ুর ওপেনারকে। মুরলীর আইপিএল কেরিয়ারও প্রায় শেষের দিকে। ২০২০ সালের সেপ্টেম্বরে শেষবার আইপিএল (IPL) খেলেছেন তিনি। বিজয়ের কথা নির্বাচনের জন্যও ভাবা হয় না। তবে বিজয় অতীতে ভারতের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। ক্রমাগত দল থেকে বাদ পড়ায় বিজয় তোপ দাগলেন বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে। এখনই ক্রিকেট ছাড়ছেন না তিনি। তবে আগামীর পরিকল্পনা জানিয়ে দিলেন।
এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমার সম্পর্ক প্রায় শেষ। আমি বিদেশে খেলার সুযোগের কথা ভাবছি। আমি খুব কম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই। ৩০ বছরের পর ভারতে ক্রিকেট নিষিদ্ধ! আমার মনে হয়, ওই বয়সের ক্রিকেটারকে মানুষ রাস্তায় হাঁটতে দেখলে ভাবেন কোনও ৮০ বছরের ক্রিকেটার হাঁটছে। মিডিয়াও বিষয়টি অন্য ভাবে দেখায়। আমার মনে হয় তিরিশে কারোর কেরিয়ার শীর্ষে যেতে পারে। আমার মনে হয় আমি সেরা ব্যাটিংটাই করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সুযোগ কম। বাইরেই আমাকে সুযোগের সন্ধান করতে হবে। সত্যি বলতে গেলে, যা কারোর হাতে থাকে, সে সেটাই করতে পারে। তার বাইরে কিছু না। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ন্ত্রণ করা যায় না। যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: Lalit Modi: ২৪ ঘণ্টাই অক্সিজেন সাপোর্টে! মারণ রোগের সঙ্গে চলছে লড়াই, কী হল আইপিএল জনকের?
বিজয় দেশের হয়ে ৬১টি টেস্টে করেছেন ৩৯৮২ রান। ১২টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ ১৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭টি ওয়ানডে ম্যাচে বিজয়ের রয়েছে ৩৩৯ রান। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে একটি করে উইকেটও নিয়েছেন হাত ঘুরিয়ে। ৯টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ১৬৯ রান। ২০১৯ সালের পর বিজয় রঞ্জি ক্রিকেটও খেলেননি। তবে গতবছর বিজয় খেলেছেন তামিলনাড়ু প্রিমিয়র লিগ। বিজয়ের ক্ষোভ দলে সুযোগ না পাওয়া এবং ভারতীয় ক্রিকেটারদের তিরিশের পর বৃদ্ধ ভাবা নিয়েই।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)