৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) পেল বাংলা। ১৪ এবং ১৫ জানুয়ারি রাজ্যে তাপমাত্রা (Temperature Today) স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন। ফলে এ বছর ঠান্ডা ছাড়াই গঙ্গাসাগরে (Gangasagar Mela 2023) চলছে পুণ্যস্নান। মাঘ মাসের প্রথম সপ্তাহ কাটবে গরমেই। কিছুটা মনখারাপ পুণ্যার্থীদের। এদিকে তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কী জানাচ্ছে হাওয়া অফিস?
Makar Sankranti 2023 : ভাঙল অতীতের সমস্ত রেকর্ড, উষ্ণতম সংক্রান্তিতেই পুণ্যস্নান গঙ্গাসাগরে
কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall Update In Kolkata)?

১৯৬৯ সালের পর এই প্রথম। উষ্ণতম মকর সংক্রান্তি রাজ্যে। গত ৫৪ বছরের রেকর্ড ভেঙেছে আবহাওয়া। ১৯৬৯ সালে ১৪ জানুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। এই রেকর্ডও শনিবার ভেঙে গিয়েছে। এর আগে ২০০০ সালে ১৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। এতদিন পর্যন্ত এটাই ছিল বিগত ৩০ বছরের উষ্ণতম জানুয়ারি। এদিকে, রবিবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather) ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

Winter In Kolkata : শীতের শিরে সংক্রান্তি! আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরেই ভোরে দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে যাবে। মকর স্নানের সময়ও রবিবার গঙ্গাসাগর সহ উপকূলে দৃশ্যমানতা অত্যন্ত কম রয়েছে।

West Bengal Winter Update : শীতপ্রেমীদের পোয়াবারো, দার্জিলিঙের হাড়কাঁপুনি ঠান্ডা পুরুলিয়াতেই
রাজ্যে কবে ফিরবে শীত (Winter In West Bengal)?

আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এরফলে অস্বাভাবিক হারে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। উত্তুরে হাওয়ার গতিপথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম। এই উচ্চচাপ বলয় নষ্ট না হলে আগামী কয়েকদিনে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ চলতি মরশুমের শীতের ইনিংস কার্যত শেষ তা বলাই চলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version