কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall Update In Kolkata)?
১৯৬৯ সালের পর এই প্রথম। উষ্ণতম মকর সংক্রান্তি রাজ্যে। গত ৫৪ বছরের রেকর্ড ভেঙেছে আবহাওয়া। ১৯৬৯ সালে ১৪ জানুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। এই রেকর্ডও শনিবার ভেঙে গিয়েছে। এর আগে ২০০০ সালে ১৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। এতদিন পর্যন্ত এটাই ছিল বিগত ৩০ বছরের উষ্ণতম জানুয়ারি। এদিকে, রবিবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather) ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরেই ভোরে দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে যাবে। মকর স্নানের সময়ও রবিবার গঙ্গাসাগর সহ উপকূলে দৃশ্যমানতা অত্যন্ত কম রয়েছে।
রাজ্যে কবে ফিরবে শীত (Winter In West Bengal)?
আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এরফলে অস্বাভাবিক হারে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। উত্তুরে হাওয়ার গতিপথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি বদলের সম্ভাবনা কম। এই উচ্চচাপ বলয় নষ্ট না হলে আগামী কয়েকদিনে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ চলতি মরশুমের শীতের ইনিংস কার্যত শেষ তা বলাই চলে।