জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতের (India) মাটিতে ফের একবার কাঠগড়ায় আম্পায়ার। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চলাকালীন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আউট ঘিরে দেখা দিল তীব্র বিতর্ক। হার্দিককে বোল্ড আউট দেওয়া হয়েছে। রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে যে, উইকেটকিপার টম ল্যাথামের (Thomas Latham) গ্লাভসে লেগে বেল মাটিতে পড়েছে। সেই ঘটনার রিপ্লে একাধিকবার দেখার পরেও, তৃতীয় আম্পায়ার হার্দিককে আউট দিলেন! 

স্বভাবতই মাঠ ছাড়ার সময় মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে, অবাক হয়েছেন ধারাভাষ্যকাররা। সেই ভিডিয়ো আবার টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আউট অর নট আউট!’ 

আরও পড়ুন: Rishabh Pant Health Update: কেমন আছেন পন্থ? কবে হাসপাতাল থেকে মিলবে ছুটি? জেনে নিন মেডিক্যাল আপডেট

আরও পড়ুন: Rohit Sharma and MS Dhoni: ধোনির কোন রেকর্ড ভেঙে দিলেন ‘হিটম্যান’ রোহিত?

ভারতের ইনিংসের ৪০.৪ ওভারে সেই ঘটনা সবার সামনে আসে। ড্যারিল মিচেলের বল স্কোয়ার কাট করতে গিয়েছিলেন হার্দিক। বলটি ব্যাটে লাগেনি। কিপারের হাত ছিল একদম স্টাম্পের পিছনে। দু’-এক বার রিপ্লে-তে এটাও মনে হয়, উইকেটের আগেই ছিল তাঁর গ্লাভস। সেক্ষেত্রে আম্পায়ারের নো বল ডাকার কথা। আবার অন্য কোণ থেকে দেখা যায়, ল্যাথামের গ্লাভসে লেগে বেল পড়ছে। তৃতীয় আম্পায়ার কে অনন্তনারায়ণন রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিকে রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়, বল মোটেই স্টাম্পে লাগেনি। বেশ কিছুটা উপর দিয়েই গিয়েছে। অর্থাৎ বেল যে কিপারের গ্লাভসে লেগেই পড়েছে, সেটা প্রমাণ হয়ে যায়। যদিও দুর্ভাগ্যজনকভাবে ৩৮ বলে ২৮ রানে আউট হয়ে মাঠ ছাড়েন হার্দিক। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)         





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version