West Bengal News: নদিয়ায় প্যারা মেডিক্যাল পড়ুয়াকে বাড়িতেই নৃশংসভাবে খুন। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নাজিরপুরের মৃগী এলাকায় সকালবেলা বাড়ি থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকের নাম হাসিবুল রহমান বিশ্বাস (২০)। মৃত হাসিবুল কর্নাটকের একটি বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পরীক্ষা শেষে সপ্তাহখানেক আগেই বাড়ি ফিরেছিল হাসিবুল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত পডুয়ার বাবা চাঁদ আলি বিশ্বাস নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা করেন। ব্যবসায়িক কাজে বেশ কয়েকদিন ধরে তিনি ওড়িশাতে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পরিবারের দাবি, বুধবার রাত দেড়টা নাগাদ বাড়িতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হয়েছে যুবক।

Bangladesh Trending News : যৌতুকের​ লোভে ১৮ বার বিয়ে করে খুন! ‘গুণধর’-কে মৃত্যুদণ্ডের সাজা আদালতের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি লাগোয়া দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ প্রতিবেশী মহরম শেখের সঙ্গে। গ্রামের সালিশি সভাতে বেশ কয়েকবার জমি বিবাব নিয়ে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টাও হয়। শেষমেষ ডিসেম্বর মাসে সালিশি সভাতে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের নিষ্পত্তি হয়। বুধবার রাতে হাসিবুলের গোঙানি শুনে তাঁর ঘরে ছুটে আসেন তার মা সারজিনা বিবি। ঘরে এসে দেখেন এক ব্যক্তি হাসিবুলকে ধারাল অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাচ্ছে। সারজিনা বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই দুষ্কৃতী। সারজিনার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় আততায়ী ক্ষতবিক্ষত অবস্থায় হাসিফুলকে নাজিরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

Bangalore Incident : বেঙ্গালুরুতে ফের ছাত্রী খুন! প্রকাশ্যে পড়ুয়ার নলি কাটল ২ দুষ্কৃতী
হাসিবুলের মা সারজিনা বিবি বলেন, ‘রাত আনুমানিক বারোটার দিকে আমার ছেলের গোঙানি শুনে পাশের ঘরে ছুটে গিয়ে দেখি মহরম হাসোয়া দিয়ে আমার ছেলেকে কোপাচ্ছে। সারা ঘরে রক্তারক্তি কাণ্ড। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে। আমার চিৎকারে আশপাশ থেকে লোক ছুটে এলে সে পালিয়ে যায়। আমার ছেলেকে খুন করা হল। আমি মহরমের ফাঁসি চাই।’ ছেলের মৃত্যুর খবর শুনে ওড়িশা থেকে রওনা দিয়েছে বাবা চাঁদ আলি। তাঁর আক্ষেপ, ‘সামান্য জমির জন্য ছেলে খুন করবে আগে জানলে জমি দিয়ে দিতাম।’ ঘটনাস্থলে পৌঁছেছে নাজিরপুর তদন্ত কেন্দ্র ও তেহট্ট থানার পুলিশ। মৃতের মা সারজিনার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মহরমের খোঁজে চলছে তল্লাশি। যদিও মহরম ও তাঁর বাড়ির সবাই রাত থেকে পলাতক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version