Hooghly News : এতদিন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় বা নিদেনপক্ষে ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার যে শাসকদল তৃণমূলের (Trinamool Congress) অঞ্চল কমিটিতেও মৃত ব্যক্তির নাম দেখতে হবে, তা কি কস্মিনকালেও ভেবেছিলেন তৃণমূলের (Trinamool Congress) নেতা কর্মী বা সমর্থকরা! এমনটাই ঘটেছে হুগলি (Hooghly) জেলার আরামবাগের (Arambag) মলয়পুর ১ নং অঞ্চলে। মৃত ব্যক্তির নাম উঠেছে তৃনমূলের নতুন অঞ্চল কমিটিতে। আর এই ঘটনাকে ঘিরেই, একদিকে ছড়িয়েছে বিতর্ক, অন্যদিকে কমিটি গঠন নিয়ে দলের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ঘটনায় ভুল করে নাম লিস্টে বসতে পারে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন আরামবাগ (Arambag) তৃনমূলের ব্লক সভাপতি। যদিও এমন ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল BJP।

Hooghly News: বাড়ির জানালায় উঁকি! আরামবাগে যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধোলাই
স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগেই মলয়পুর ১ নং অঞ্চলে তৃনমূলের অঞ্চল কমিটির তালিকা (Area Committee List) ঘোষণা করা হয়। সেই তালিকাতেই দেখা যাচ্ছে, আরামবাগের মলয়পুর ১ নং অঞ্চলে দলীয় ভাবে অঞ্চল সভাপতি, সম্পাদক সহ চার জন করে পদ বন্টন করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছে আরও ১৪ জনের নাম। সেই নামের মধ্যে রয়েছে শ্রীকান্ত সরকারের। যদিও পরিবার সুত্রে জানা গিয়েছে, তিনি প্রায় ১০ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও শ্রীকান্ত সরকার তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন তাঁর ছেলে। তবুও ১০ মাস আগে মারা যাওয়া ব্যক্তির নাম কিভাবে এল তালিকাতে? একদিকে যেমন সেই নিয়েই একাধিক প্রশ্ন উঠেছে, তেমনই কমিটি নিয়ে ক্ষোভ ফুটে উঠেছে তৃনমূলের কর্মীদের মধ্যে।

Anandadhara Scheme: মান নিয়ে প্রশ্ন, আরামবাগে স্কুল পোশাক ফিরিয়ে দিচ্ছে পড়ুয়ারা
এই বিষয়ে স্থানীয় এক তৃনমূল কর্মী প্রবীর মুখার্জি অভিযোগ করে বলেন, “দলের দুঃসময়ে যারা সামনের সারিতে লড়াই করেছেন তারাই আজ অবহেলিত। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে কয়েকজন মিলে বসে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীরা যারপরনাই ক্ষুব্ধ। সঠিকভাবে তালিকা প্রকাশ না হলে আমরা দলের ওপরমহলে জানাবো”। তবে আরামবাগ তৃণমূলের ব্লক সভাপতি শিশির সরকার বলেন, “ভুল করে ওই নাম লিস্টে বসতে পারে’। তবে এই ঘটনায় BJP-ও কটাক্ষ করতে ছাড়েনি। BJP-র রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, “তৃনমূলে আর লোক নেই, তাই মৃত ব্যক্তিদের জীবিত করে পদ দেওয়া হচ্ছে”। যদিও এই বিষয়ে আরামবাগ তৃনমূলের সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবমিলিয়ে এই বিষয়ে গোটা আরামবাগ জুড়েই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version