এদিন হুগলির চন্ডীতলার কদমতলার সভামঞ্চে শুধু নওশাদের গ্রেফতারি প্রসঙ্গেই নয় সিএএ নিয়েও সরব হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “সংখ্যালঘু ভাইদের বলতে চাই। আপনারা আশ্বস্ত থাকতে পারেন সিএএ (Citizen Amendment Act) হলে কাউকে দেশের বাইরে যেতে হবে না।যাদের বৈধ আধার কার্ড, ভোটার কার্ড আছে তারা দেশের নাগরিক ছিলেন আছেন থাকবেন।কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন আধার কার্ড ভোটার কার্ড নেই এদেশে থাকতে দেওয়া যাবে না।”
কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি বলেন, ”কথায় কথায় উনি বলেন বহিরাগত। জেপি নাড্ডা বাংলার জামাই ওনাকে আমরা সম্মান করি উনি বহিরাগত! দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বহিরাগত!আপনার বাড়ির এক বউ তো এদেশের নাগরিকই নন।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলাগড়ের তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে সুকান্ত বলেন,” কুন্তল ঘোষ (Kuntal Ghosh) শুধুমাত্র কান , প্রথমে কানে যাবে তারপর মাথায় যাবে। বিরাট বড় চক্র কাজ করছে কুন্তল ঘোষ এর সাথে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল। সায়নী ঘোষ স্বয়ং কুন্তল ঘোষের প্রশংসা করেছিলেন সবটাই তদন্ত করে দেখা উচিত । কার কাছে এই ৯০ শতাংশের ভাগ গেছে। দশ শতাংশের ভাগে যদি এরকম বিলাসবহুল ফ্যাট হয় তাহলে ৯০ শতাংশ কী কী হয়েছে?”
রবিবার হুগলির চন্ডীতলার মশাটে প্রতিবাদ সভার ডাক দেয় বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মশাট কদমতলা থেকে বিশাল মিছিল শুরু হয়ে শেষ হয় সভা মঞ্চে। পরে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য বিজেপি সভাপতি।