Balurghat Municipality : কিছুদিন আগে পর্যন্ত যে পুরকর (Municipality Tax) ছিল ৫০০ টাকা বা খুব বেশি হলে ১০০০ টাকা, সেই কর আজ গিয়ে দাঁড়িয়েছে লাখ টাকার ওপরে! যা দেখে চক্ষু চড়কগাছ বালুরঘাটের (Balurghat) বাসিন্দাদের। রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে আপামর সাধারন জনতার। যার ছিল ৫০০ টাকা পুরকর, তাঁর করা হয়েছে ২ লাখ ২০ হাজার! যার ছিল ৮৭৫ টাকা, তাঁর করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা পুর কর! অন্যদিকে মাসে যারা ৪-৬ লাখ টাকা ভাড়া পান, তাদের ক্ষেত্রে দেড় হাজার বা সর্বোচ্চ ৬ হাজার টাকা করা হয়েছে৷ অদ্ভুত এই পুরকর-এ (Municipality Tax) মারাত্মক সমস্যায় পড়েছেন বালুরঘাটবাসী (Balurghat)। অযৌক্তিক ভাবে বালুরঘাট পুরসভা (Balurghat Municipality) কর্তৃপক্ষ পুর ট্যাক্স বা পুরকর বাড়িয়েছে বলে অভিযোগ। এমনকি পক্ষপাতিত্ব করা হয়েছে এই ট্যাক্স বৃদ্ধির ক্ষেত্রেও৷ এর প্রতিবাদেই সরব হয়েছে শহরের সাধারণ মানুষ।

Dakshin Dinajpur : বালুরঘাটের ক্লাবের গণবিবাহের উদ্যোগ, কুর্নিশ সাধারণ মানুষের
বালুরঘাট পুরবাসী সম্মিলিত নাগরিক মঞ্চের তরফ থেকে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়৷ সেই নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার বিকেলে বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের বিভিন্ন স্তরের মানুষ। এমনকি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও। মূলত, বালুরঘাট পুরসভা (Balurghat Municipality) যেরকম ভাবে অযৌক্তিক হারে পুর কর বাড়িয়েছে, তার প্রতিবাদে সরব হয়েছেন শহরবাসী। অভিযোগ, এই পুর কর সকলের জন্য এক করা হয়নি৷ ব্যক্তি বিশেষে এই পুরকর বাড়ানো হয়েছে৷ অদ্ভুত ভাবে বিভিন্ন মার্কেট হাউসে পুর কর নাম মাত্র রয়েছে৷ আবার কারও ক্ষেত্রে কয়েক হাজার গুন বেড়েছে। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ এমন বিভাজন কেন?

TMC : পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় ধাক্বা! বালুরঘাটে CPIM-BJP ছেড়ে তৃণমূলে শতাধিক
এই নিয়েই সরব শহরবাসী। যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ওয়ার্ডে অ্যাসেসমেন্ট করেই পুর কর বৃদ্ধি করা হয়েছে৷ এমনকি এই পুর কর আগের বোর্ডের সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে৷ এদিকে নাগরিক কনভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুর কর নিয়ে পুরসভাকে বিবেচনা করতে হবে। তা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন। সম্মিলিত নাগরিক মঞ্চের আহ্বায়ক বাবলু কুন্ডু এই বিষয়ে বলেন, “এইরকম লাগামছাড়া পুর কর মানা যায় না। সাধারন মানুষের মাথায় হাত পড়ে যাবে এই কর দিতে হলে। নতুন করে বিবেচনা করতেই হবে, সঠিক ভাবে সঠিক পুর কর আদায় করতে হবে পুরসভাকে”। যদিও এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, “এটি পুরনো বোর্ডের আমলের বর্ধিত পুর কর। আমরা কোনও পুর কর বৃদ্ধি করিনি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version