বালুরঘাট পুরবাসী সম্মিলিত নাগরিক মঞ্চের তরফ থেকে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়৷ সেই নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার বিকেলে বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের বিভিন্ন স্তরের মানুষ। এমনকি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও। মূলত, বালুরঘাট পুরসভা (Balurghat Municipality) যেরকম ভাবে অযৌক্তিক হারে পুর কর বাড়িয়েছে, তার প্রতিবাদে সরব হয়েছেন শহরবাসী। অভিযোগ, এই পুর কর সকলের জন্য এক করা হয়নি৷ ব্যক্তি বিশেষে এই পুরকর বাড়ানো হয়েছে৷ অদ্ভুত ভাবে বিভিন্ন মার্কেট হাউসে পুর কর নাম মাত্র রয়েছে৷ আবার কারও ক্ষেত্রে কয়েক হাজার গুন বেড়েছে। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ এমন বিভাজন কেন?
এই নিয়েই সরব শহরবাসী। যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ওয়ার্ডে অ্যাসেসমেন্ট করেই পুর কর বৃদ্ধি করা হয়েছে৷ এমনকি এই পুর কর আগের বোর্ডের সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে৷ এদিকে নাগরিক কনভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুর কর নিয়ে পুরসভাকে বিবেচনা করতে হবে। তা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন। সম্মিলিত নাগরিক মঞ্চের আহ্বায়ক বাবলু কুন্ডু এই বিষয়ে বলেন, “এইরকম লাগামছাড়া পুর কর মানা যায় না। সাধারন মানুষের মাথায় হাত পড়ে যাবে এই কর দিতে হলে। নতুন করে বিবেচনা করতেই হবে, সঠিক ভাবে সঠিক পুর কর আদায় করতে হবে পুরসভাকে”। যদিও এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, “এটি পুরনো বোর্ডের আমলের বর্ধিত পুর কর। আমরা কোনও পুর কর বৃদ্ধি করিনি”।