West Bengal News : প্রতিবেশী রাজ্য ওডিশায় (Odisha) গিয়েছিলেন মা’র চিকিৎসার (Treatment) জন্য। গত শনিবার সেখানে পৌঁছে ভুবনেশ্বরের (Bhubaneswar) একটি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কথা বার্তাও বলেন। এরপর নিজের পরিবারকে রবিবার জানান যে তিনি খড়গপুরে (Kharagpur) ফিরেও এসেছেন। ঠিক তারপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন কোলাঘাটের (Kolaghat) বছর ৩৫-এর গৃহবধূ মানসি পাল। গত রবিবার বিকেলের পর থেকেই মানসির সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারেনি তাঁর বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির পরিবার।

Kolaghat Road Accident : কোলাঘাটে ট্রাকের পেছনে ধাক্কা পিক আপ ভ্যানের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুও
এই নিয়েই গভীর উৎকণ্ঠার সঙ্গে দিন কাটাচ্ছে মানসির দুই পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পরেও খোঁজ না মেলায় মঙ্গলবার কোলাঘাট থানায় (Kolaghat Police Station) লিখিত অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ (Kolaghat Police Station) এই ঘটনার তদন্ত শুরু করেছে।

East Medinipur News : ‘দেখবি যদি আয় চলে..’ গানের সুরেই ক্রেতা টানেন কোলাঘাটের ফুল কাকু
এই বিষয়ে জানাতে গিয়ে মানসি পালের মা বলেন, “আমার কিছু চিকিৎসা সংক্রান্ত কাজে মানসি ভুবনেশ্বরের (Bhubaneswar) একটি হাসপাতালে যাওয়ার ব্যাপারে মনস্থির করে। তারপর মেচেদা থেকে শনিবার ট্রেনে সে ভুবনেশ্বর যায়। সেখানে গিয়ে আমার চিকিৎসার জন্য যাবতীয় কথা বার্তা সেরেও নেয় মানসি। ওই হাসপাতাল থেকেই আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল মেয়ের। সেই সঙ্গে আমাকে এও জানায় যে রবিবার ট্রেনেই আবার ফিরে আসবে।” মানসি পালের মা আরও বলেন, “রবিবার বেলা ১১টা নাগাদ আমার সঙ্গে মানসির শেষবার কথা হয়েছিল। আর ওইদিনই বিকেল ৬টা নাগাদ খড়গপুর স্টেশনে নেমে মানসি তাঁর স্বামীকে জানায় যে সে খড়গপুর (Kharagpur) নেমে গিয়েছে। এখান থেকে আর বাপের বাড়ি যাবে না। এবার সোজা সে কোলাঘাটের (Kolaghat) আশুরালী গ্রামে শ্বশুরবাড়িতেই ফিরে যাবে।”

Indian Railways: খাবার নিয়ে অশান্তি, চলন্ত ট্রেন থেকে রামপুরহাটের যুবককে ফেলে দেওয়ার অভিযোগ
এই কথোপকথনের পরেই মানসি পালের সঙ্গে সমস্তরকমের যোগাযোগ বন্ধ হয়ে যায় তাঁর পরিবারের সদস্যদের। তাঁর মোবাইলও সুইচ অফ (Mobile Switched Off) রয়েছে। রবিবার রাত ও সোমবার অনেক চেষ্টা করেও গৃহবধূর সঙ্গে যোগাযোগ না করতে পেরে মঙ্গলবার কোলাঘাট থানার দ্বারস্থ হয় তাঁর পরিবার। পুলিশের তরফ থেকে ওই পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। এই নিখোঁজের সঙ্গে সম্পর্কিত সমস্ত দিকগুলিই পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে এখুনি কোনও মন্তব্য না করা হলেও, বিশেষ সূত্রের খবর অনুযায়ী, খড়গপুর স্টেশনের CCTV ফুটেজ খুঁটিয়ে দেখতে পারে পুলিশ। আর পুলিশের তদন্তের ওপর ভরসা করেই মানসির ফেরার আশায় দিন গুনছে তাঁর দুই পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version