একদিকে লাফিয়ে বাড়ছে শহরের তাপমাত্রা, অন্যদিকে কার্যত অদৃশ্য রাস্তাঘাট, গাড়িঘোড়া। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতার আকাশ। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে, যান চলাচলের গতি স্লথ। অনেকক্ষেত্রে রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে। সায়েন্স সিটি, পার্ক সার্কাস, মা উড়ালপুল, ই এম বাইপাসে গাড়িগুলি ধীর গতিতে চলাচল করানো হচ্ছে। এদিকে, দৃশ্যমানতা কম থাকায় সল্টলেক থেকে ই এম বাইপাসমুখী গাড়িগুলি কোনওভাবেই যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।

West Bengal Weather Update : কুয়াশায় মোড়া কলকাতা, বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
কলকাতার পারদ চড়ছে

লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। শীতের সমস্ত আমেজ উধাও হয়েছে শহর থেকে। আগামী পাঁচ থেকে সাতদিন আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। সপ্তাহভর শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ প্রায় সম্পূর্ণ গায়েব হবে সরস্বতী পজোর দিন। কার্যত উষ্ণতম সরস্বতী পুজোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে তাপমাত্রা স্বাভাবিকের চার ডিগ্রি ওপরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।

Weather Forecast : নেতাজি জয়ন্তীতে উধাও শীত, ক্রমশ বাড়ছে তাপমাত্রা
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুই থেকে তিনদিন একইরকম আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। পরের দু’তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে বইবার সময় দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়, সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Update : শীতেও ঘূর্ণাবর্তের চোখরাঙানি, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দিনে তো বটেই, রাতেও উধাও হবে শীতের আমেজ। বৃহস্পতিবার অর্থাৎ সরস্বতী পুজো এবার কার্যত উষ্ণ হতে চলেছে। ঘাম ঝড়বে সরস্বতী পুজোর দুপুরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোয়।

Weather Forecast : শীতের বিদায় আসন্ন, সোমবার থেকেই উষ্ণ বঙ্গের পূর্বাভাস
কেমন থাকবে ভিন রাজ্যের আবহাওয়া?

রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পশ্চিম ভারতের সক্রিয় ঝঞ্ঝা ক্রমশ পূর্বদিকে সরবে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত সক্রিয়তা বজায় থাকবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। হালকা বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতিবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি তুষারপাত হবে জম্মু কাশ্মীর, মুজফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘন কুয়াশা হবে আগামী হিমাচলপ্রদেশ, বিহার এবং ওডিশাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version