দীর্ঘ খরা কাটিয়ে ফের একবার স্বমহিমায় লার্জার দ্যান লাইফ শাহরুখ খান (Shah Rukh Khan) বড় পর্দায়। ফের একবার যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) সঙ্গে জুটি বেঁধেছেন কিং খান। ফের একবার পর্দায় শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখতে পাবেন মুভি লাভাররা। সব মিলিয়ে জমজমাট পাঠান উন্মাদনা। মুম্বই হোক অথবা কলকাতা, কিং খানের ফ্যানদের মধ্যে উত্তেজনা বাধ ভাঙা। আর সেই সবটাই ধরা পড়ল এই সময় ডিজিটালের ক্যামেরায়। দেখে নিন…