দক্ষিণবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস জানাচ্ছে, জেলায় জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি উপরে থাকবে। গাঙ্গেয পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা দু’তিন ডিগ্রি উপরেই থাকবে। আগামী দু’দিনে আরো বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তারপর দু’তিন দিন একইরকম আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন দিন শুষ্কই থাকবে জেলার আবহাওয়া (Weather Update)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোনও জেলাতেই।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর থেকে পরবর্তী দু’তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরেও। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং (Darjeeling Weather), কালিম্পং এবং সিকিমে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather)?
মঙ্গলবার দৃশ্যমানতা একেবারেই কম ছিল কলকাতার আকাশে। বুধবারও সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বেলায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। শীতের আমেজ উধাও হবে সরস্বতী পুজোর দিন। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৯২ শতাংশ।
ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?
একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী ২৭ জানুয়ারি। ফলে আগামী শুক্রবার থেকে রাজস্থান ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি এবং তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, মুজফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে। উত্তরখণ্ডেও তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর এবং মুজফফরাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা। হিমাচলপ্রদেশেও শিলাবৃষ্টি হবে। বুধবার উত্তরপ্রদেশের শিলাবৃষ্টির সম্ভাবনা। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।